ইনসাইড গ্রাউন্ড

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ হতে পারে ২০ ওভারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/05/2019


Thumbnail

বৃষ্টির কারণে সময় গড়ালে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার ওয়ার্মআপ ম্যাচ বাংলাদেশ সময় রাত ৮টার কিছু সময় পর অনুষ্ঠিত হবে। এমন তথ্য জানিয়েছে আইসিসি। সেক্ষেত্রে ম্যাচের নির্ধারিত ওভার কমে দাঁড়াবে ২০ ওভারে।

বাংলাদেশ সময় বিকাল ৩টা ৩০মিনিটে খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস করা সম্ভব হয়নি।

টানা ১০ আন্তর্জাতিক ওয়ানডে হারা পাকিস্তান হেরেছে আফগানিস্তানের সঙ্গে প্রস্তুতি ম্যাচেও। পাকিস্তানকে গত এশিয়া কাপে হারিয়েছিল টাইগাররা। এমনকি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদাহাস ট্রফিতেও টাইগারদের বিপক্ষে জিততে পারেনি সরফরাজ আহমেদের দলটি।

কার্ডিফ বাংলাদেশ ক্রিকেট দলের প্রিয় ক্রিকেট ক্যানভাস। বিশ্ব মানচিত্রে ক্রিকেটের পরাশক্তি হয়ে উঠার গল্প কার্ডিফ থেকেই রচনা করেছিল লাল সবুজের প্রতিনিধিরা।

তাই তো ভেন্যু কার্ডিফ বলেই আলাদা উত্তেজনা কাজ করছে টাইগারদের মাঝে। এই ভেন্যুতে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে চায় বাংলাদেশ দল।

বাংলা ইনসাইডার/এসআরএস



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭