ইনসাইড বাংলাদেশ

আবারও আন্দোলনে ছাত্রলীগের পদবঞ্চিতরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/05/2019


Thumbnail

ছাত্রলীগের কমিটিতে পদ না পাওয়া শিক্ষার্থীরা আবারও আন্দোলন শুরু করেছেন। গতকাল রোববার দিবাগত তার ১টার পর থেকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছেন।  

গতকাল রোববার ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ১১টায় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির ৩০১ সদস্যের সবাইকে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। এই সিদ্ধান্তের প্রতিবাদে নতুন করে আন্দোলন শুরু করেছেন পদবঞ্চিতরা নেতা-কর্মীরা। তারা বলছেন, বিতর্কিতদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করলে তার আত্মা কষ্ট পাবে।

উল্লেখ্য, গত ১৩ মে ছাত্রলীগের ৩০১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এর পরই আন্দোলন শুরু করে পদবঞ্চিত এবং পদপ্রত্যাশী নেতা-কর্মীরা। পরবর্তীতে আওয়ামী লীগ সিনিয়র নেতারা তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে আন্দোলন প্রত্যাহার করে নেন পদবঞ্চিতরা।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭