ইনসাইড বাংলাদেশ

রোম যখন পুড়ছে, নিরো তখন বাঁশি বাজাচ্ছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/05/2019


Thumbnail

যখন কৃষক তার ধানের দাম পাচ্ছে না। ধানের ন্যায্য মূল্য নিয়ে যখন কৃষক দিশেহারা। অনেক স্থানেই যখন কৃষকরা দু:খে ক্ষোভে ধান পুড়িয়ে ফেলছেন, যখন কৃষকদের পাশে দাড়ানোর জন্য স্বয়ং প্রধানমন্ত্রী সরকার ও আওয়ামী লীগ নেতৃবৃন্দকে আহ্বান করেছেন, যখন সরকার কৃষকদের দুর্দশা লাগবের জন্য সরাসরি ধান কেনার উদ্যোগ নিয়েছে তখন শাইখ সিরাজ আনন্দ করছেন।

কৃষকের এই দুর্দিনে আনন্দ করার মতো দৃষ্টতা দেখাচ্ছেন শাইখ সিরাজ। যখন কৃষকদের আনন্দ করার কোন উপলক্ষই নেই, তখন শাইখ সিরাজ তাদেরকে নিয়ে তামাশা করার ধৃষ্টতা কোথা থেকে পান, এনিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।  

‘কৃষকের ঈদ আনন্দ’ নামে একটি অনুষ্ঠান নির্মাণ করেছেন ঈদ উপলক্ষে। কৃষকের এই দুর্দিনে তাদের নিয়ে তিনি এতটা আনন্দ কোথায় পান তা নিয়ে সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।


বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭