ওয়ার্ল্ড ইনসাইড

ধনুকভাঙা পণ রাহুলের, কিন্তু কেন?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 28/05/2019


Thumbnail

দলের শীর্ষ নেতারা থেকে শুরু করে মা-বোন, কেউই বোঝাতে বাকি রাখেননি রাহুল গান্ধিকে। কিন্তু নিজের সিদ্ধান্ত থেকে একচুলও নড়বেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি। কংগ্রেস সভাপতির পদ ছাড়বেন বলে ধনুকভাঙা পণ করেছেন তিনি। কিন্তু কেন কারও অনুরোধই কানে তুলছেন না রাহুল?

কংগ্রেসের সিনিয়র নেতারা বলছেন অনেকটা অভিমান থেকেই রাহুল পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। আসামের সাবেক মুখ্যমন্ত্রী তরুণ গগৈ জানান, কিছু বর্ষীয়ান নেতার ভূমিকায় রাহুল বিরক্ত। লোকসভা ভোটে তাদের কাছ থেকে যে একাগ্রতা ও পরিশ্রম আশা করেছিলেন, তা তারা করেননি। একারণেই দলের প্রধানের পদ ছাড়ছেন তিনি।

কংগ্রেস নেতা শশী থারুর বলছেন, লোকসভা ভোটের বিপর্যয়কে রাহুল ব্যক্তিগত হার হিসেবে ধরে নিচ্ছেন। সে কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং তাতে তিনি অনড়। তবে এই দায় শুধুমাত্র রাহুলের একার নয় বলেই মনে করছেন তিনি।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭