ইনসাইড হেলথ

নারীর বন্ধ্যাত্ব ও কিছু কথা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/05/2017


Thumbnail

পরিবারে নতুন অথিতির আগমণ বাড়ি জুড়ে এনে দেয় খুশির বন্যা। আগমন বার্তা পাওয়া মাত্রই শুরু হয় নানা প্রস্তুতি। তবে অনেকেই এই খুশি থেকে বঞ্চিত হন।

বর্তমান সময়ে বাংলাদেশের অন্যতম একটি সমস্যা বন্ধ্যাত্ব। এই নিয়ে ঘরোয়া চেম্বারের এই পর্বে পরামর্শ দিচ্ছেন গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক কোহিনুর বেগম।

বন্ধ্যাত্ব কী?
জন্মনিরোধক উপায় অবলম্বন না করা সত্ত্বেও যদি এক বছরেও কোনো নারী গর্ভধারণ করতে না পারেন, তার বন্ধ্যত্ব সমস্যা আছে বলে ধরা হয়। সাধারণত বন্ধ্যাত্বের ৪০ শতাংশ ক্ষেত্রে সমস্যা হয় নারীদের।

বন্ধ্যাত্বের কারণ?
বন্ধ্যাত্বের কোনো নির্দিষ্ট নিয়ম নেই। এটি বংশগত কারণেও হতে পারে। মেয়েদের ক্ষেত্রে ২৫-৩০ বছর বয়স সন্তান জন্মদানের উপযুক্ত সময়। বয়স যত বাড়তে থাতে ডিম্বাণুর সংখ্যা তত কমতে থাকে। ডিম্বাণু হ্রাসের প্রক্রিয়া শুরু হয় ৩০ বছর বয়স থেকে।

প্রজননতন্ত্রের ত্রুটি, হরমোন, জরায়ুর ইনফেকশন, টিউমার, ডায়াবেটিস, স্থূলতা ইত্যাদি মেয়েদের বন্ধ্যাত্বের কারণ হয়ে থাকে। এছাড়াও গর্ভপাতের (অ্যাবরশন) কারণেও এমন সমস্যা দেখা দেয়।

কাদের বন্ধ্যাত্বের আশঙ্কা থাকে?
যে কারও ক্ষেত্রে এ সমস্যা হতে পারে। তবে কিছু কারণে এর আশঙ্কা বেড় যায়। এমন কারণের মধ্যে একাধিক গর্ভপাত (মিসক্যারেজ) ও ৩০ এর বেশি বয়স।

প্রতিরোধের উপায়
বন্ধ্যাত্ব দেখা দেওয়ার পর চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তবে বন্ধ্যাত্ব এড়াতে আমরা যা করতে পারি তা হলো- শরীরের ওজন নিয়ন্ত্রণ করা, নিয়মিত ব্যায়াম করা, ধূমপান না করা, সুষম খাবার খাওয়া, ঠিক সময়ে ঘুমানো, পরিচ্ছন্ন থাকা।

কিছু কিছু বিষয় খেয়াল রাখতে হবে, যেমন নিয়মিত পিরিয়ড, জরায়ু ব্যাথা, বছরে একবার চেকআপ।

চিকিৎসা
সবার আগে গাইনি বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করতে হবে। বন্ধ্যাত্বের ব্যাপারে নিশ্চিত হলে ‘ফার্টিলিটি’ বিশেষজ্ঞের’ সঙ্গে আলোচনা করতে হবে।

‘ফার্টিলিটি’ চিকিৎসক বেছে নেওয়ার আগে কিছু বিষয় মাথায় রাখতে হবে।

- সবার আগে নিজে বন্ধ্যাত্ব বিষয়ে ধারণা নিন।

- চিকিৎসার প্রক্রিয়া বিস্তারিত জেনে নিন।

- ‘ফার্টিলিটি ক্লিনিকে’ উন্নত মেশিন, চিকিৎসা ব্যবস্থা আছে কিনা জেনে নিন।

- সম্প্রতি চিকিৎসা নিয়েছেন এমন নারীর সঙ্গে কথা বলে ক্লিনিকে চিকিৎসার মান সম্পর্কে জানুন।

গাইনি যেকোনো সমস্যায় আপনার কোনো প্রশ্ন থাকলে এখানে ক্লিক করুন 

বাংলা ইনসাইডার/এমএ


 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭