ইনসাইড বাংলাদেশ

বিপুল পরিমান ডলার পাউন্ড ও রুপিসহ ৭ হুন্ডি পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/06/2019


Thumbnail

ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে বেনাপোল আমড়াখালী চেকপোস্টে সীমান্ত এলাকার সর্ববৃহৎ একটি ডলারের চালান আটক করেছে বিজিবি। পাচারের সঙ্গে জড়িত সাতজন ডলার পাচারকারীকে আটক করেছে তারা।

আটককৃতরা হলেন- শরিয়তপুর জেলার ইউছুফ আলীর ছেলে বিল্লাল হোসেন(২৮), সেকেন্দার আলীর ছেলে আব্দুস সালাম(৩০), আবুল কাশেমের ছেলে ইকবাল সরদার(২৭), মোঃ সিরাজুল ইসলামের ছেলে মিরাজুল ইসলাম(২২),মৃ ত সিরাজদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম(৪৪), হোসেন চৌকিদারের ছেলে কবির হোসেন(৩৩) ও ইউসুফ মেলকারের ছেলে সাইফুল ইসলাম(৩৪)।

আটকৃতদের বাড়ি শরীয়তপুর জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে। আটককৃত ডলারের আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকা।

যশোর ৪৯ বর্ডার ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, ভারতে থেকে বৃহৎ একটি ডলারের চালান বেনাপোল আমড়াখালী চেকপোস্ট দিয়ে পাচার হচ্ছে। এরপর নিজস্ব গোয়েন্দা ও টহল দলের মাধ্যমে বেনাপোল থেকে ছেড়ে আসা সাউথ লাইনের একটি পরিবহনে সকাল ১০টায় অভিযান চালিয়ে ২ লক্ষ ৫৩ হাজার ৪ শত ইউএস ডলার, ৬৯ হাজার ৯শত পঞ্চাশ পাউন্ড, ৫ হাজার ৯০ ভারতীয় রুপি ও মোবাইল ফোন ক্রেডিট কার্ডসহ ৭ যাত্রীকে আটক করা হয়। এই হুন্ডি পাচারকারীরা এর আগে ২৫ থেকে ৪০ বার ভারতে গিয়েছে বলেও জানা তিনি।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭