ইনসাইড থট

মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা প্রশ্নে সতর্ক হতেই হবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/06/2019


Thumbnail

মাননীয় প্রধানমন্ত্রী আর কারো নিকটে নয়, আপনার নিকট বিশেষ নিবেদন আপনি সতর্ক হন। 

আমরা বাঙালি জাতি ভয়ংকর বেঈমানের উদাহরন। পলাশির মাঠে হাড়ে হাড়ে টের পেয়েছে বাংলার শেষ নবাব। কারণ সেখানে মীরজাফর, রায়দুর্লভ, রাজ বল্লব, জগৎ শেঠ, মীর কাশিম ইত্যাদিদের উপস্থিতি ছিলো। কিন্তু যখন সে বুঝতে পেরেছিলো ততোদিনে অনেক দেরি হয়ে গিয়েছিলো।

৭৫ এ বুঝতে বুঝতে পেরেছিলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার। কারন সেখানে উপস্থিত ছিলো মোস্তাক এবং তার দোসরগণ।
আপনি সেই পরিবারের সদস্য, আল্লাহর রহমতের চাঁদরে মোড়া ছিলেন তাই আজও আপনি সবার মাঝে উপস্থিত আছেন।

আপনার বাবা যখন বুঝতে পেরেছিলেন ততোদিনে অনেক দেরি হয়ে গিয়েছিলো। চেনা শত্রুর মোকাবেলা করা যায় কিন্তু আচেনা শত্রুর মোকাবেলা করা কতটা কঠিন সেটা উল্লেখিত ২ টি উদাহরণে পরিস্কার।

কেন যেন মনে হচ্ছে আপনার পিছনে পিছনে বিপদ ছুটছে। বিশেষ করে আপনার বিদেশ যাত্রায় কেন এতো বাঁধা সামনে এসে দাড়াচ্ছে? নিজেকে নিজেই প্রশ্নটি করুণ এবং অনুধাবন করুন।

অনাকাঙ্খিত ঘটনা, অনাকাঙ্খিত ভুল একবার হতে পারে,দুইবার হতে পারে কিন্তু ঘটনাগুলো পরপর সাজালে একটি পরিকল্পিত পরিকল্পনার আভাষ পাওয়া যায় কি না ভেবে দেখুন।

কোনভাবেই দেশের প্রধানমন্ত্রীর যাত্রায় এমন ঘটনা মেনে নেয়া যায় না। তাহলে মন্ত্রনালয় থাকার কোন দরকার আছে কি? নাকি সরিষার মধ্যে ভুত লুকিয়ে আছে?

প্রধানমন্ত্রীর বহনকারী বিমানের ফুয়েল শেষ হয়ে যায় এটা কতটা বিশ্বাসযোগ্য!

যান্ত্রিক ত্রুটিযুক্ত বিমান কেন প্রধানমন্ত্রীর জন্য ফিট বলে ঘোষিত হয়!

প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত খাদ্যে বিষক্রিয়া এটা কোন জাতিয় ভুল?

মাতাল পাইলট কিভাবে প্রধানমন্ত্রীকে বহন করে নিয়ে যায়!

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের পাইলটের পাসপোর্ট নেই সেটা কি মেনে নেয়া যায়! বাংলাদেশ এয়ারপোর্টে কিভাবে পাইলটকে ছাড়পত্র দেয়!

কার দায়িত্ব এসব দেখার? যাদের দায়িত্ব তাদের মধ্যে কে বসে আছে যাদের মীরজাফর বা মোস্তাকের সাথে তুলনা করা যায়? কিম্বা তার চেয়েও ভয়ংকর বেঈমান!

পৃথিবীর কোন রাষ্ট্রনায়কের ক্ষেত্রে পরপর এমন সব ঘটনা ঘটেছে? বিষয়গুলো পর্যালোচনা এবং কঠোর সতর্কতার সাথে ভয়ংকর কঠোর হবার সময় এসেছে। কোন প্রকার শৈথল্য যে কোন মূহুর্তে জন্ম দিতে পারে ভয়ংকর কোন কিছু। খবরে প্রকাশ আপনি ৮ জুন দেশে ফিরবেন। নিশ্চিত না হয়ে বিমানে কদম না রাখার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। সম্পূর্ণ নিরাপদ ও সুস্থভাবে ফিরে আসুন দেশে, এরপর নিজের যেটা করনিয় সেটাই করুন।

আমার বিশ্বাস ঘাপটি মেরে বসে আছে বিষধর সাপ। বিশ্বাস করার কোন অবকাশই নেই।

দোয়া করি আল্লাহ আপনাকে নিরাপদ করুন। বাংলাদেশের প্রতি দায় পালনে আপনাকে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে, এর কোন বিকল্প নেই।


বাংলা ইনসাইডার/এমআরএইচ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭