টেক ইনসাইড

২০৫০ সালে পৃথিবী ধ্বংস হচ্ছে!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/06/2019


Thumbnail

পৃথিবীতে যেভাবে উত্তাপ বাড়ছে,যেভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে, তাতে ২০৫০ সালের মধ্যে মানবজাতি ৯০ শতাংশ নিশ্চিহ্ন হয়ে যাবে। এমনটাই সম্ভবনা আছে বলে মনে করেন অস্ট্রেলীয় থিঙ্ক ট্যাঙ্কের।

প্যারিস জলবায়ু চুক্তি বলেছিল পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিকে ৩ থেকে ৫ ডিগ্রিতে বেঁধে রাখার কথা। বিশ্ব পরিবেশ দিবস (৫ জুন)-এ ওই থিঙ্ক ট্যাঙ্ক কিন্তু তা বলছে না। তাদের মতে, ৩ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি মানেই সমুদ্রের জলস্তর আধ মিটার উঁচু হওয়া। আরব সাগরের তীরবর্তী মুম্বইয়ের বিপদ সেখানেই।

তাপমাত্রা বৃদ্ধি ৩ ডিগ্রি পেরোলে মেরুপ্রদেশের বরফ গলে নির্গত হবে মিথেন। বরফ না-থাকায় সূর্যের তাপ আর রশ্মি শুষে নেওয়ার উপায় থাকবে না। এ ভাবে তাপমাত্রা যদি ৪ ডিগ্রি বাড়ে, তা হলেই ৯০ শতাংশ মানুষের বাঁচা অসম্ভব। গরমে জনশূন্য হয়ে যাবে পশ্চিম আফ্রিকা ও পশ্চিম এশিয়া। দুনিয়া জুড়ে লেগেই থাকবে বন্যা, ঘূর্ণিঝড়, তাপপ্রবাহ। থিঙ্ক ট্যাঙ্কটির মতে, বিশ্ববাসী সচেতন না-হলে সেই দিন আসবে ২০৫০ নাগাদ।

যেমন ভারতে এ বছরের গ্রীষ্মের নজিরবিহীন তাপপ্রবাহকে তাই আলাদা করে দেখা ভুল হবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭