টেক ইনসাইড

নোকিয়া আনছে ফাইভজি ফোন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/06/2019


Thumbnail

বহুদিন নোকিয়ার তেমন কোনো আপডেট ছিল না। সর্বশেষ নোকিয়া পিওরভিউ ৯ হ্যান্ডসেট এনেছিলো, সেই হ্যান্ডসেটের দরুণ বেশ ভালো সাড়া পেয়েছিল সুইস প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল। এবার তারা ঘোষণা দিয়েছে চলতি বছরেই দুটি ফাইভজি ফোন আনতে যাচ্ছে তারা।

নোকিয়া পাওয়ার সোর্স জানিয়েছে, নোকিয়া যে দুটি ফাইভজি হ্যান্ডসেট আনবে তার একটি হবে ফ্ল্যাগশিপ। ফোন দুটির মধ্যে ফ্ল্যাগশিপে থাকবে স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট আর অন্যটিতে স্ন্যাপড্রাগন ৭০০ চিপসেট।

আবার এটাও জানা গেছে যে, এই দুটি হ্যান্ডসেটের একটি হতে পারে নোকিয়া ২.২ এবং অন্যটি নোকিয়া ৮.২। তবে সেটা এখনো নয়। কেননা, এইচএমডি গ্লোবাল শুধু জানিয়েছে তারা ফাইভজি ফোন আনছে। সেগুলো মডেলও তারা জানায়নি।

এই বছরের তৃতীয় প্রান্তিকে এই দুটি ফাইভজি ফোন আসতে পারে বলে সবার ধারণা।  এখনো ফোন দুটোর ডিজাইন, স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানা যায়নি।

 

বাংলা ইনসাইডার/এসএইচ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭