ইনসাইড বাংলাদেশ

পথ দেখাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/06/2019


Thumbnail

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময়েই দেশে চিকিৎসা করার পক্ষপাতী। খুব বেশি বাধ্য না হলে তিনি সাধারণত দেশের বাইরে চিকিৎসা করান না। আমরা লক্ষ্য করেছি প্রধানমন্ত্রী প্রায়ই দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসার ব্যাপারে উৎসাহী। তার দুটো অপরাশেন হয়েছে দেশের বাইরে। সেই দুটিও নিতান্ত বাধ্য হয়ে। একটা হলো যুক্তরাষ্ট্রে তার গলব্লাডারে অপারেশন। হঠাৎ করে বেশ অসুস্থ হয়ে পড়ার কারণে তাকে এই অপারেশন করতে হয়েছিল। আর সম্প্রতি আরেকটি অপারেশন হয়েছে তার চোখে। দেশের চিকিৎসকরা তার চোখের অপারেশন করতে সাহস পাননি বিধায় লন্ডনে অপারেশন সম্পন্ন হয়।

কিন্তু প্রধানমন্ত্রী অপারেশনের সব ফলোআপ এবং অন্যান্য আনুসঙ্গিক সব বিষয়াদি দেশেই সম্পন্ন করছেন। এটা অন্যান্যদেরও অনুপ্রাণিত করছে। সামান্য হাঁচি-কাশি হলে যারা বিদেশে চিকিৎসা নিতে যেত, তারাও এখন দেশে চিকিৎসা গ্রহণে আগ্রহী হচ্ছে। আওয়ামী লীগের দুজন ঊর্ধ্বতন ব্যক্তি প্রধানমন্ত্রীর দ্বারা উদ্ভুদ্ধ হয়ে দেশেই চোখের চিকিৎসা করাচ্ছেন। তাদের একজন হলেন অর্থমন্ত্রী আ ফ ম মোস্তফা কামাল। তিনি চোখের অপারেশন করিয়েছিলেন সিঙ্গাপুরে। কিন্তু যখন প্রধানমন্ত্রী দেশে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এবং দীন আই কেয়ারে চিকিৎসা করাচ্ছেন, তখন সেটা দেখে উদ্ভুদ্ধ হয়ে গতকাল তিনি তার চোখের চিকিৎসা করানোর জন্য ডা. দীন মোহাম্মদ নুরুল হকের কাছে গিয়েছিলেন।

একই ভাবে প্রধানমন্ত্রীকে দেখে উদ্ভুদ্ধ হয়ে সালমান এফ রহমানও তার চোখের চিকিৎসার জন্য গিয়েছিলেন ডা. দীন মোহাম্মদ নুরুল হকের কাছে। এছাড়াও বিভিন্ন মন্ত্রী এবং প্রভাবশালী নেতারাও তাদের অসুখবিসুখের জন্য বিদেশে যাওয়ার পরিবর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজসহ বিভিন্ন সরকারি স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোতে যাচ্ছেন। এটা আমাদের দেশের জন্য অবশ্যই ইতিবাচক। দেশের মন্ত্রী, এমপি এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যদি দেশে চিকিৎসা নেন তাহলে চিকিৎসার মান একদিকে যেমন ভালো হবে, জনগণেরও চিকিৎসাসেবার জন্য আস্থা তৈরি হবে। প্রধানমন্ত্রী অন্যান্য বিষয়ের মতো এই বিষয়গুলোতেও পথ নির্দেশনা দিচ্ছেন।

এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন যে, ‘মাননীয় প্রধানমন্ত্রী যখন দেশেই চিকিৎসা নেন, সেটা আমাদের জন্য একটি বিরাট অনুপ্রেরণা। এর ফলে আমাদের স্বাস্থ্যব্যবস্থার প্রতি জনগণের আস্থা তৈরি হয়।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে স্বাস্থ্যব্যবস্থা বর্তমান সরকারের নেতৃত্বে অনেক উন্নত হয়েছে এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থা এখন দেশেই দেওয়া সম্ভব।’

অন্যদিকে বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. দীন মোহাম্মদ নুরুল হক বলেন, ‘প্রধানমন্ত্রীর সরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণ আমাদের স্বাস্থ্যব্যবস্থার জন্য একটা বিরাট অর্জন। এটা একটা বড় স্বীকৃতি। এর ফলে জনগণ সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা গ্রহণে উদ্ভুদ্ধ হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা নেওয়ার পর সেখানে রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে। প্রধানমন্ত্রীকে দেখে অনেক ভিআইপিরাও সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আগ্রহী হচ্ছেন। এটা আমাদের চিকিৎসাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

বাংলা ইনসাইডার/এসএইচ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭