ইনসাইড গ্রাউন্ড

বৃষ্টিতে বন্ধ সাউথ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/06/2019


Thumbnail

ইনিংসের অষ্টম ওভারেই বৃষ্টির হানা। সাউদাম্পটনে খেলা বন্ধ করে পিচ ঢেকে ফেলা হয়েছে কভারে। বৃষ্টির মাত্রা বেশি না হলেও আম্পায়াররা খেলা সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

খেলা বন্ধের আগে প্রোটিয়ারা হারিয়েছে দুই উইকেট,ক্রিজে আছে ডি কক এবং ডু প্লেসি।

কোটরেলের গতিতে জোড়া উইকেট পতন প্রোটিয়াদের 

সাউদাম্পটনের রোজ বোলে টসে হেরে ব্যাটিং-এ নেমে শুরুতেই জোড়া উইকেট হারিয়েছে প্রোটিয়ারা। ম্যাচের মাত্র তৃতীয় ওভারে শেলডন কোটরেলের বলে গেইলের হাতে ক্যাচ তুলে দেন ওপেনার হাশিম আমলা।    

এরপরে এইডেন মারক্রাম কোটরেলের দ্বিতীয় শিকার হয় ইনিংসের সপ্তম ওভারে। উইকেটরক্ষক শাই হোপ তালুবন্দি করেন প্রোটিয়া এই ব্যাটসম্যানকে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে গত বৃহস্পতিবার পাওয়া হাঁটুর চোটের কারণে আজ (সোমবার) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটিতে খেলতে পারছেন না মারকুটে অলরাউন্ডার রাসেল। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন ডানহাতি পেসার কেমার রোচ।

ক্যারিবীয় দলে পরিবর্তন রয়েছে আরও একটি। বাঁহাতি ওপেনার এভিন লুইসের বদলে আরেক বাঁহাতি ড্যারেন ব্রাভোকে দলে নিয়েছে তারা। দুইটি পরিবর্তন এসেছে দক্ষিণ আফ্রিকা দলেও।

সর্বশেষ স্কোর

দক্ষিণ আফ্রিকা ২৯/২

ওভার ৭.৩

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, হাশিম আমলা, ফাফ ডু প্লেসিস, এইডেন মারক্রাম, রসি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, আন্দিল ফেলুকায়ো, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, বিউরান হেনডরিকস এবং ইমরান তাহির।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রিস গেইল, ড্যারেন ব্রাভো, শাই হোপ, নিকলাস পুরান, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, কার্লোস ব্রাফেট, অ্যাশলে নার্স, কেমার রোচ, শেলডন কটরেল এবং ওশানে থমাস।

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭