ওয়ার্ল্ড ইনসাইড

পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/06/2019


Thumbnail

ভুয়া ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশে অর্থ পাচারের মামলায় পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি ও পাকিস্তান পিপলস পার্টির সহ সভাপতি আসিফ আলি জারদারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে দেশটির দুর্নীতি দমন কমিশনের একটি দল।

এনডিটিভির খবর, সোমবার পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি আসিফ আলি জারদারির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো। এই মামলায় আগাম জামিনের আবেদন করেছিলেন আসিফ আলি জারদারি এবং তার বোন ফারিয়াল তালপুর। সেই আবেদন খারিজ করে দেয় ইসলামাবাদ হাইকোর্ট। এরপর পাকিস্তান পিপলস পার্টির সহসভাপতির এফ-৮ সেক্টরে বাড়িতে যায় দুর্নীতি দমন শাখার একটি দল।

যদিও তার বোন ফারিয়ান তালপুরকে এখনও গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।


বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭