কালার ইনসাইড

বিজ্ঞাপনে ফের বাংলাদেশকে কটুক্তি ভারতের (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/06/2019


Thumbnail

সামনে অপেক্ষা করছে ভারত-পাকিস্তান ম্যাচ। এমনিতেই দুই দেশের খেলা মানেই চরম উত্তেজনা; তার ওপর সাম্প্রতিক ভারত-পাকিস্তানের রাজনৈতিক বিরোধ তো আছেই। যে কারণে এবারের উত্তেজনা চরমে উঠেছে। ১৬ জুনের ভারত পাকিস্তানের মধ্যে লড়াই অন্য এক কারণে আলোচনায় এসেছে। আর সেই লড়াইয়ের আগুনে আর একটু হাওয়া দিতে টিভির পর্দায় হাজির হয়েছে একটি বিজ্ঞাপন।

বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে কখনও জিততে পারেনি পাকিস্তান। এই দিকটিই তুলে ধরে ভারতীয় টিভি চ্যানেল স্টার স্পোর্টস নির্মাণ করেছে এই বিজ্ঞাপনটি। ২০১৫ বিশ্বকাপের সময় ভাইরাল হওয়া ‘মওকা মওকা’ বিজ্ঞাপনটিও এই টিভি চ্যানেলই তৈরি করেছিল। ভারত পাকিস্তানের ম্যাচ নিয়ে তৈরি ওই বিজ্ঞাপন মনে করিয়ে দিচ্ছে তবে এ বারের বিজ্ঞাপনে পাকিস্তানের সঙ্গে যোগ হয়েছে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা চরিত্র।

বিজ্ঞাপনটিতে দেখা যাচ্ছে,‘বাংলাদেশের জার্সি পরিহিত এক ব্যক্তি পাকিস্তানের জার্সিধারী ব্যাক্তিকে বলছেন, `ভাইজান, চেষ্টা চালিয়ে যান। অল দ্য বেস্ট’।’ বাংলাদেশি ওই চরিত্রকে দিয়ে উর্দু বলানো হয়েছে যা বাংলাদেশের স্বাধীনতার চেতনার সঙ্গে সাংঘর্ষিক। বাংলাদেশি ওই চরিত্রকে দেখানো হয়েছে পাকিস্তানের সমর্থক হিসেবে! জবাবে পাকিস্তানি ব্যক্তি বলছে,‘চেষ্টা করে যেতে হবে। চেষ্টা যে করে সে কখনো হারে না। একদিন জয় আসবেই। আমার বাবা এই কথা বলতেন।’

এরপর ভারতীয় জার্সি পরা ব্যক্তি পাকিস্তানিকে উদ্দেশ্য করে বলেন,‘চুপ পাগলা, আমি কখন তোকে এই কথা বলেছি?’ বিষয়টা দাঁড়ায় যে, ভারত হলো পাকিস্তানের ‘বাবা’। তখন পাকিস্তানি ব্যক্তি বলেন,‘না না, আপনি নন। আমার আব্বু এটা বলেছে..।’ বিজ্ঞাপনটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। সকলেরই এক কথা, ‘নিজেদের বড় করে দেখানোর জন্য অন্যদের ছোট করার মধ্যে কী মাহাত্ম্য আছে তা স্টার স্পোর্টসই ভালো জানে।’  

বিজ্ঞাপনের লিংক:



বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭