ওয়ার্ল্ড ইনসাইড

হাই হিলের ওপর ক্ষেপলো কেন জাপানি নারীরা?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/06/2019


Thumbnail

জাপানের নারীদের মধ্যে উঁচু হিল পরিহার করার প্রবণতা বেড়েই চলেছে। একদল নারী মনে করছেন উঁচু হিলের মাধ্যমে লিঙ্গ বৈষম্য প্রকাশ পায়। তাছাড়া এটা শরীরের জন্যও ক্ষতিকর। একারণেই জাপানের নারীরা উচুঁ  হিলকে ‘না’ বলেছে। কিন্তু জাপানে প্রায় সব অফিসে নারীদের উচুঁ জুতা পরা বাধ্যতামূলক। দেশটির সরকারও  বলেছে, উঁচু হিল পরার নিয়ম ঠিকই আছে। এ নিয়েই শুরু হয়েছে বিতর্ক।

উইমি ইসিকায়া একটি সামাজিক মাধ্যমে প্রচারনা চালিয়ে বলেছেন, আপনার উচুঁ হিল পরার সিদ্ধান্ত কে নেয় আপনার বস? আমারদের বহু বছর ধরে উচুঁ হিল পরানো শেখানো হয়েছে।

 ১৮ হাজারের বেশি নারীর উঁচু হিলের বিরুদ্ধে প্রচারাভিযানে স্বাক্ষর করেছেন। কোম্পানিগুলো যেন হাই হিল পরা বাধ্যতামূলক না করে এবং উঁচু হিল এর উপর নিষেধাজ্ঞার অনুরোধ জানিয়ে সরকারের কাছে আবেদনও করেছে তারা। কিন্তু জাপানের স্বাস্থ্য এবং শ্রম মন্ত্রী এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, হাই হিলের নিয়মটা ঠিক আছে।

বাংলা ইনসাইডার/বিকেডি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭