ইনসাইড গ্রাউন্ড

সেমিফাইনাল খেলতে পার হতে হবে যে সমীকরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/06/2019


Thumbnail

যা ভয় ছিল তাই হল। শ্রীলংকার সাথে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশ এখন এক কঠিন সমীকরণের সামনে। শ্রীলংকার সাথে শেষ তিন মোকাবেলাতেই শেষ হাসি হেসেছে টাইগাররা,তাই আজকের ম্যাচে স্বাভাবিকভাবেই প্রাপ্য ছিল দুই পয়েন্ট।

ইংল্যান্ড বিশ্বকাপে টাইগারদের বাকি রয়েছে পাঁচটি ম্যাচ। চারটি ম্যাচে অন্তত জিততে পারলে সম্ভাবনা রয়েছে স্বপ্নের সেমিফাইনালের।

বিশ্বকাপের প্রতিটি ম্যাচের জন্য নির্ধারিত আছে ২ পয়েন্ট। সেই হিসাবে সব মিলিয়ে এখন পর্যন্ত ৪ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট দাঁড়ালো ৩। ফলে সেমিফাইনালের দৌঁড়ে কঠিন পরীক্ষার মুখে পড়তে হলো লাল-সবুজ জার্সিধারীদের। আজকের ম্যাচটি বাতিল হওয়ায় বাকি ম্যাচগুলো হয়ে গেল প্রায় নকআউটের সমান। এখন হাতে থাকা ৫ ম্যাচের মধ্যে অন্তত ৪টিতে জিততে হবে মাশরাফিদের। এর ব্যত্যয় ঘটলে সেমিতে খেলার স্বপ্ন প্রায় শেষ হয়ে যাবে মাশরাফি বাহিনীর। এছাড়া চোখ রাখতে হবে বাকি দলগুলোর ম্যাচের ফলাফলের ওপরেও। এক্ষেত্রে নেট রান রেটও বড় ভূমিকা পালন করবে।

শ্রীলংকার বিপক্ষে ম্যাচের পর ৫ দিনের বিরতি পাচ্ছে বাংলাদেশ। ১৭ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়বে টাইগাররা। এরপর ২০ জুন অস্ট্রেলিয়া, ২৪ জুন আফগানিস্তান, ২ জুলাই ভারতের বিপক্ষে মাঠে নামবে তারা। আর গ্রুপপর্বের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৫ জুলাই লড়বেন মাশরাফি-সাকিবরা।

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭