ওয়ার্ল্ড ইনসাইড

১১টি জঙ্গি ঘাঁটি বন্ধ করলো পাকিস্তান ও অন্যান্য খবর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/06/2019


Thumbnail

আন্তর্জাতিক চাপের মুখে সীমান্ত এলাকাগুলোতে থাকা ১১টি জঙ্গি ঘাঁটি বন্ধ করে দিয়েছে পাকিস্তান। এর মধ্যে জৈশ-ই-মহম্মদ ও লস্কর-ই-তৈয়েবার ক্যাম্পও রয়েছে বলে জানা গেছে।

ভারতে মস্তিস্কের ইনফেকশনে ৩৬ শিশুর মৃত্যু

ভারতের বিহারে ভয়ঙ্কর ভাইরাসের আক্রমণে মস্তিষ্কে ইনফেকশন বা এনসেফালাইটিস রোগে ৩৬টি শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে আরও ১৫টি শিশু।

১৮০ বছর পর মসজিদ পাচ্ছে এথেন্সের মুসলিমরা

প্রায় ১৮০ বছর অপেক্ষা করার পর আগামী সেপ্টেম্বরে গ্রিসের রাজধানী এথেন্সের মুসলিমরা প্রথম সরকারি মসজিদে নামাজ আদায় করতে পারবেন। ২০১৬ সালে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মসজিদটি নির্মাণের কাজ শুরু হয়।

মোদির জন্য আকাশপথ খুলে দিল পাকিস্তান

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমানকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। আগামী ১৩ ও ১৪ জুন সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও’র শীর্ষ সম্মেলনে যোগ দিতে কিরগিজস্তানের রাজধানী বিশকেক যাবেন মোদি। পাকিস্তানের আকাশসীমা হয়ে এ সম্মেলনের উদ্দেশে যাত্রা করবেন তিনি।

হংকংয়ে সরকারি ভবন ঘিরে বিক্ষোভ

প্রত্যর্পণ বিলকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে হংকং। বুধবার সকালে মাস্ক এবং হেলমেট পরে বিক্ষোভকারীরা বিভিন্ন সরকারি ভবনের সামনের রাস্তা ব্লক করে বিক্ষোভ শুরু করে। এর প্রেক্ষিতে আইন পরিষদে এই বিল নিয়ে বিতর্ক অনুষ্ঠান পেছানো হয়েছে। 

ব্রিটিশ প্রধানমন্ত্রী পদের ১০ প্রার্থীর নাম ঘোষণা

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির (টোরি) প্রধান হওয়ার দৌড়ে শামিল প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে দলের নেতৃত্ব নির্বাচনের দায়িত্বে থাকা ব্যাকবেঞ্চারদের ‘১৯২২’ কমিটি। চূড়ান্ত প্রার্থী তালিকায় আছেন- মে-র মন্ত্রিসভার পরিবেশমন্ত্রী মাইকেল গোভ, স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক, সাবেক চিফ হুইপ মার্ক হারপার, পররাষ্ট্রমন্ত্রী জেরমি হান্ট, স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ, আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ররি স্টুয়ার্ট, সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন, সাবেক লিডার অব দ্য হাউজ আন্ড্রেয়া লেডসাম, সাবেক শ্রম ও পেনশন বিষয়ক মন্ত্রী এস্টার ম্যাকভেই, সাবেক ব্রেক্সিট মন্ত্রী ডমিনিক রাব।

১১ দিনের রিমান্ডে জারদারি

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির ১১ দিনের রিমান্ড মঞ্জুর করেছে ইসলামাবাদের বিশেষ আদালত। মঙ্গলবার ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর পক্ষ থেকে ১৪ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত ১১ দিনের শারীরিক রিমান্ড মঞ্জুর করেন।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭