ইনসাইড গ্রাউন্ড

সাকিব নিয়ে আশার খবর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/06/2019


Thumbnail

শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের প্রত্যাশায় ছিল টিম বাংলাদেশ। তবে সেই প্রত্যাশা ভেস্তে গেল বৃষ্টিতে। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগিতে কিছুটা হতাশ টাইগাররা। তবে হতাশার মাঝে আশার আলোও আছে। ঊরুর চোটে পড়ে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে সাকিবকে দেখা যাবে কি না সেই নিয়ে শঙ্কা ছিল। তবে আশার খবর সাকিব আল হাসান সেরে উঠছেন। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৭ জুন। তাইতো ম্যাচের আগে সপ্তাহ খানেক সময় থাকায় তাকে পুরো ফিট হিসেবেই পাওয়ার আশা কোচ স্টিভ রোডসের।

লঙ্কানদের বিপক্ষে ম্যাচের আগে সাকিবকে নিয়ে কিছুটা শঙ্কা ছিল। খবর ছড়ায় চারপাশে ঊরুর চোটে পড়েছেন সাকিব। তবে এই চোট নতুন করে নয়, ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির সময়ই নাকি পেয়েছিলেন ব্যথা। সেই সময় ব্যথা বেড়ে যাওয়ায় হাসপাতালে নিয়ে স্ক্যান করা হয়। তবে বড় কোন কিছু অবশ্য ধরা পড়েনি।

শ্রীলঙ্কার বিপক্ষে সাকিব হয়ত ব্যাট হাতে মাঠে নামতেন না। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার মাঠে নামার সম্ভাবনা অনেকখানি। কারণ এখনও হাত সময় হয়েছে। তাইতো সাকিব নিয়ে আর কোন চিন্তার কিছু দেখছেন না রোডস, ‘হ্যাঁ সাকিবের সামান্য চোট সমস্যা হয়েছিল। ইংল্যান্ডের বিপক্ষে আমরা দেখেছি সে কীভাবে চোট নিয়েও দুর্দান্ত ব্যাট করেছে। আমরা ভীষণ, ভীষণ আশাবাদী ফেরার ব্যাপারে। সে আরও এক সপ্তাহ পাচ্ছে। আশা করছি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই সাকিব খেলবে’।   

১৭ জুন টনটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। এখন পর্যন্ত চার ম্যাচ খেলে তিন পয়েন্ট নিয়ে টেবিলের নিচের দিকেই আছেন টাইগাররা।

বাংলা ইনসাইডার/এসআরএস

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭