ওয়ার্ল্ড ইনসাইড

হিজাব কাণ্ডে উত্তাল ইরান, রাইড শেয়ারিং অ্যাপ বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/06/2019


Thumbnail

এক নারীর হিজাব না পরে ট্যাক্সিতে ওঠার জের ধরে উত্তাল হয়ে উঠেছে ইরান। একটি রাইড শেয়ারিং অ্যাপ বন্ধের দাবিও জোরালো হচ্ছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই দাবির সঙ্গে জড়িয়ে গেছে দুটি পক্ষ। পুরোপুরি ভিন্ন কারণে তারা স্ন্যাপ  নামের ওই অ্যাপটি বন্ধ করার দাবি জানাচ্ছে।

হিজাব না পরায় নারীকে ট্যাক্সি থেকে নামিয়ে দেওয়ায় এক পক্ষ স্ন্যাপ ট্যাক্সি অ্যাপ বন্ধের কথা বলছে। এ ঘটনার পর জনপ্রিয় ওই অ্যাপ কর্তৃপক্ষ ক্ষমা চায়। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে রক্ষণশীলরা। তারা বলছে, যারা ইসলামের মূল্যবোধকে সম্মান জানাতে পারে না তাদের সামনে মাথা নত করা উচিত না। স্ন্যাপ ট্যাক্সি অ্যাপ কর্তৃপক্ষ ক্ষমা চেয়ে ভুল করেছে। এ কারণেই অ্যাপটি বন্ধের দাবি জানাচ্ছে রক্ষণশীলরা।

এখন পর্যন্ত কোনো পক্ষের দাবিই অবশ্য কানে তোলেনি ইরানের সরকার। আর স্ন্যাপ ট্যাক্সি অ্যাপ কর্তৃপক্ষও দোষী চালককে চাকরি থেকে বাদ দেওয়ার কথা জানিয়েছে।

উল্লেখ্য, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরানে নারীদের জন্য হিজাব পরা বাধ্যতামূলক করা হয়। হিজাব না পরার অপরাধে দেশটিতে কঠোর শাস্তির বিধানও রয়েছে।

বাংলা ইনসাইডার/বিকেডি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭