ওয়ার্ল্ড ইনসাইড

মস্তিষ্কে ইনফেকশনে ৪৮ ঘন্টায় ৩২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/06/2019


Thumbnail

ভারতের বিহারে ভয়ঙ্কর ভাইরাসের আক্রমণে মস্তিষ্কে ইনফেকশন বা এনসেফালাইটিসে আক্রান্ত হয়ে ৪৮ ঘন্টায় ৩২ শিশুর মৃত্যু হয়েছে। রাজ্যের মুজফফরপুর জেলায় এই রোগের প্রাদুর্ভাব দেখা গেছে। গুরুত্বর অসুস্থ অবস্থায় সেখানকার সরকারি হাসপাতা্লে ভর্তি হয়েছে আরও ১৩৩ জন শিশু। 

মুজফফরপুর জেলার শ্রী কৃষ্ণ মেডিক্যাল কলেজের সুপার এস কে সাহি বলেছেন, পুরো ঘটনাটি পরীক্ষা করে দেখতে হবে। তবে ৯০ ভাগ শিশুর মৃত্যুর কারণ রক্তচাপ কমে যাওয়া।

শিশুমৃত্যুর ঘটনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার উদ্বেগ প্রকাশ করে বলেছেন, দেখে মনে হচ্ছে, এই এলাকার মানুষগুলো কীভাবে এই রোগের মোকাবেলা করা যাবে সে ব্যাপারে সচেতন না। গত দু’বছরে মৃতের হার কমেছিল। এবার তার বিপরীত চিত্র দেখতে পেলাম। তাই আমরা এই এলাকার মানুষদের সচেতন করতে উদ্যেগ নিয়েছি।

বিহারে এনসেফালাইটিস রোগে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনা নতুন নয়। গরমকাল আসলেই ১৫ বছরের কম বয়সী শিশুরা এনকেফেলাইটিসে রোগে আক্রান্ত হয়। এ সময় শিশুদের জ্বর হয় এবং অসংলগ্ন ব্যবহার করতে শুরু করে।

বাংলা ইনসাইডার/বিকেডি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭