ওয়ার্ল্ড ইনসাইড

তিউনিশিয়ায় ১২ দিন ধরে আটকে ৬৪ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/06/2019


Thumbnail

লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে তিউনিশিয়া উপকূলে আটকে পড়েছে ৬৪ বাংলাদেশিসহ ৭৫ অভিবাসী। ১২ দিন ধরে তারা সেখানে আটকে রয়েছে বলে জানিয়েছে রয়টার্স। অবিবাসীদের বহনকারী নৌকাটিকে তিউনিশিয়া সুমদ্রসীমা থেকে উদ্ধার করা হলেও তাদের কেউ গ্রহন করতে রাজি হচ্ছে না।

রয়টার্স বলছে, তিউনিশিয়া উপকূল থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে সমুদ্রে আটকা পড়ে আছে অভিবাসীরা। বাংলাদেশ ছাড়াও অভিবাসীদের মধ্যে মরক্কো, সুদান ও মিসরের নাগরিক রয়েছে।

রেড ক্রিসেন্ট কর্মকর্তা মংগি স্লিম বলেছেন, অনেকদিন ধরে এখানে আটকা পরে থেকে অভিবাসীদের শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে পড়েছে। তাদের চিকিৎসা সেবা দিতে সেখানে চিকিৎকরা পৌঁছেছেন। কিন্তু অনেকেই খাদ্য, চিকিৎসাসহ সব ধরনের সাহায্য নিতে অস্বীকৃতি জানিয়েছেন। উন্নত জীবনের আশায় বেরিয়ে পড়া এসব মানুষ এখন ইউরোপ পৌঁছাতে চায়।

বাংলা ইনসাইডার/বিকেডি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭