ওয়ার্ল্ড ইনসাইড

৭৫৯ কোটি টাকা ঘুষ নিয়েছেন ট্রাম্পের জামাতা!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/06/2019


Thumbnail

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ৯০ মিলিয়ন ডলার অর্থাৎ ৭৫৯ কোটি ৪৭ লাখ ৮৫ হাজার টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ২০১৭ সালে হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে এই অর্থ তার তহবিলে জমা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, জ্যারেড কুশনারের সরাসরি কারও কাছ থেকে টাকা নিয়েছেন এমনটা নয়। তার মালিকানা রয়েছে এমন কয়েকটি প্রতিষ্ঠানের মাধ্যমে এই অর্থ হাত বদল হয়েছে।

জ্যারেড কুশনার যুক্তরাষ্ট্রের অন্যতম ধনী একটি পরিবারের সন্তান। তার বাবা চার্লস কুশনার যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্রপার্টি ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান কুশনার কোম্পানির প্রতিষ্ঠাতা। উত্তরাধিকার সূত্রে কুশনার বিপুল সম্পদের মালিক। এবারই যে প্রথম কুশনারের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠলো তা নয়। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ঘনিষ্ঠ বলে পরিচিত কুশনার তার থেকেও ঘুষ নেন ব্লে বিভিন্ন সময় শোনা গেছে। সৌদি যুবরাজ একবার গর্বভরে এমনটাও বলেছিলেন যে, কুশনার তার পকেটে থাকেন।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭