ইনসাইড গ্রাউন্ড

বিশ্বকাপ থেকে বাদ পড়ার তালিকায় বাংলাদেশ!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/06/2019


Thumbnail

দ্বাদশ আসরে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলে একটি জয় পেয়েছে বাংলাদেশ। অন্য একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। মোট তিন পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে বাংলাদেশ সামনে প্রতিপক্ষ ভারত-অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দল। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন মনে করেন, বিশ্বকাপ থেকে বাদ পড়ার দ্বারপ্রান্তে রয়েছে বাংলাদেশ। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলে লেখা এক কলামে তিনি এই বিষয় উল্লেখ করেন।

শুধু বাংলাদেশ নয় এবারের বৈশ্বিক টুর্নামেন্ট থেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে এমন চার দলের নাম উল্লেখ করেছেন নাসের। বাংলাদেশ ছাড়া বাকি তিনটি দল হচ্ছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা ও আফগানিস্তান।

শুধু নিজের কথিত কথাই নয় সাথে ব্যাখ্যা দিয়েছেন, কেন এই চারটি দল বাদ পড়ার তালিকায় রয়েছে তা আলাদাভাবে ব্যাখা করেছেন জনপ্রিয় এ ইংলিশ ধারাভাষ্যকার। তার মধ্যে তিনি বাংলাদেশের ক্ষেত্রে ব্যাটসম্যানদের দ্রুতগতিতে রান তুলতে না পারা এবং পেসারদের বলে গতি না থাকার বিষয়টি নজরে এসেছে বেশি।  

নাসের নিজ কলামে বাংলাদেশের ম্যাচ বাই ম্যাচ আলোচনা করেছেন। জানিয়েছেন নিজের ব্যাখ্যা, বাংলাদেশ ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো খেলেছে। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে লড়াই করেছে। প্রথম দুই ম্যাচ সম্পর্কে ভালো ব্যাখ্যা দিলেও তৃতীয় ম্যাচ সম্পর্কে তুলে ধরেছেন গুরুত্বপূর্ণ কিছু তথ্য। তিনি জানান, কার্ডিফে ইংল্যান্ডকে বিন্দুমাত্র চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেনি। এ উইকেট সবুজ ছিল, ঘাসে পরিপূর্ণ ছিল, পেসাররা লেন্থ ঠিক রেখে ভালো বল করতে পারতো। কিন্তু তা পারেনি। এছাড়া তাদের ব্যাটিংটাও দৃষ্টিকটু ছিল। যেখানে দ্রুতগতিতে রান তুলতে হতো, সেখানে ব্যাটসম্যানদের রান তোলার গতি ছিল মন্থর। তাই তো নাসের মনে করেন এরকম পারফরম্যান্স নিয়ে ক্রিকেটের সর্বোচ্চ আসরে প্রতিদ্বন্দ্বিতা করা যায় না।

বিশ্বকাপে চমকে দেয়ার তালিকায় দুটি দলকে রেখেছেন নাসের। একটি ওয়েস্ট ইন্ডিজ এবং অপরটি পাকিস্তান। এছাড়া দ্বাদশ আসরে চার দলকে বিশ্বকাপের দাবিদার মানছেন তিনি। দল চারটি হলো ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

বাংলা ইনসাইডার/ এস আর এস

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭