ইনসাইড গ্রাউন্ড

টনটনের দিনটা আজ ‘ব্যাড বয়’দের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/06/2019


Thumbnail

টনটনের মাঠটায় ক্রিকেট ঈশ্বর আজ দু’হাত খুলে দিলেন ক্রিকেটের দুই ‘ব্যাড বয়’ ওয়ার্নার এবং আমিরকে। একজন নিষিদ্ধ হয়েছিলেন বল টেম্পারিং করে, অন্যজন ম্যাচ ফিক্সিং করে। ক্রিকেট একটা সময় নিয়ে গিয়েছিল সবই, তাই হয়তো ক্রিকেট আজকে তাদের দিলেন অনেক কিছু। সারা জীবন মনে রাখতে পারবে এমন কিছু!

শুরুটা করেছিলেন ওয়ার্নার

ইংলিশ সমর্থকদের দুয়োর জবাবে কিছু বলেননি। ভারতের বিপক্ষে তাঁর ধীরগতির ইনিংস নিয়ে সমালোচনার পরও মুখ খোলেননি। সব সমালোচনার জবাব আজ ব্যাট হাতেই দিয়ে দিলেন ডেভিড ওয়ার্নার। নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর প্রথম সেঞ্চুরিটা তুলে নিলেন প্রিয় প্রতিপক্ষ পাকিস্তানের বিপক্ষে।

ওয়ানডে ক্যারিয়ারে এর আগেও ১৪টি সেঞ্চুরি করেছেন। কিন্তু আজকের সেঞ্চুরিটার চেয়ে স্বস্তি সম্ভবত আর কোনো ইনিংসে পাননি। গত কয়েক দিনে তো আর কম সমালোচনা হয়নি। আজকের ইনিংসটি দিয়ে সেসব সমালোচনা যেন এক ঝটকায় বাউন্ডারির বাইরে উড়িয়ে ফেললেন।

শেষটা করলেন আমির

দীর্ঘদিন অফফর্মে থাকলেও বিশ্বকাপে দারুণ ছন্দে আছেন মোহাম্মদ আমির। টনটনের ব্যাটিং স্বর্গে স্বরূপে দেখা গেছে তাকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেট তুলে নিয়ে নিজের পুনার্বিভাবের জানান দিয়েছেন তিনি।  টন্টনের মেঘলা কন্ডিশনে কীভাবে বল করতে হয়, তা বাকিদের সামনে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। শুরু থেকেই দুর্দান্ত বল করেছেন, বিশ্বকাপ দলে তাঁকে না রাখাটা কত বড় ভুল হতো সেটা জানান দিয়েছেন আরও একবার।

এ নিয়ে বিশ্বকাপের দ্বাদশ আসরে সর্বোচ্চ উইকেটশিকারী বনে গেছেন আমির। ১০ উইকেট নিয়ে সবার ওপর এ গতিতারকা। ৮ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের লোকি ফার্গুসন। আর ৬ উইকেট নিয়ে তৃতীয় অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক।

বাংলাদেশী সমর্থকরা হয়তো আজ আক্ষেপ করে বলতেই পারে, ‘ইস,আমাদের আশরাফুলটা যদি আজ খেলতো!’

বাংলা ইনসাইডার/এসএম

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭