ওয়ার্ল্ড ইনসাইড

চীন বিরোধী বিক্ষোভে অচল হংকং ও অন্যান্য খবর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/06/2019


Thumbnail

চীন বিরোধী বিক্ষোভে অচল হয়ে পড়েছে পুরো শহর। বন্ধ হয়ে গেছে বেশ কিছু সরকারি দপ্তর। গত দুদিনের মতো আজ বৃহস্পতিবার সকাল থেকেও সরকারি কার্যালয়গুলোর সামনে অবস্থান নিয়েছে বিক্ষোভকারীরা।

জান্নাতুল বাকি কবরস্থান ধ্বংসের প্রতিবাদ জানালেন পাকিস্তানি আলেমরা

পাকিস্তানের শিয়া ও সুন্নি আলেমরা আজ (বুধবার) জান্নাতুল বাকি কবরস্থান ধ্বংসের বার্ষিকীতে সৌদি শাসক গোষ্ঠীর কঠোর সমালোচনা করেছেন। তারা বলেছেন, মহানবী হজরত মুহাম্মাদ (স.)`র পবিত্র আহলে বাইতের প্রতি বিদ্বেষের কারণেই জান্নাতুল বাকি কবরস্থান ধ্বংস করা হয়।

ইরানি তেল কেনা অব্যাহত রাখতে চায় জাপান

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে বুধবার রাতে তেহরানে দুই দফা বৈঠক করেছেন। এরপর যৌথ সংবাদ সম্মেলনে অ্যাবে বলেছেন যে, জাপান ইরান থেকে তেল কেনা অব্যাহত রাখতে চায়।

সৌদির চালু হচ্ছে ‘হালাল’ নাইটক্লাব

সৌদি আরবের জেদ্দায় ‘হালাল’ নাইটক্লাব চালু হতে যাচ্ছে। এতে ইলেক্ট্রনিক ডান্স মিউজিক, কমার্সিয়াল মিউজিক, আরএনবি এবং হিপহপ মিউজিক উপভোগ করা যাবে। নারী পুরুষ সবার জন্যে ড্যান্স উন্মুক্ত থাকবে। তবে এই নাইটক্লাবে মদ পাওয়া যাবে না।

ভারতে লিচু খেয়ে ৫৩ শিশুর মৃত্যু

লিচু খাওয়ার পর প্রাণঘাতী মস্তিষ্কের রোগে আক্রান্ত হয়ে ভারতে অন্তত ৫৩ শিশুর মৃত্যু হয়েছে। গত দশ দিনে ভারতের উত্তরাঞ্চলে এসব মৃত্যুর ঘটনা ঘটে। বিহারের জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা অশোক কুমার সিং বলেন, নিহত প্রত্যেক শিশুর মস্তিষ্কে অ্যাকিউট এনসেফালিটিস সিনড্রোমের (এইএস) উপস্থিতি পাওয়া গেছে। তবে নিহত শিশুদের অধিকাংশের রক্তে হঠাৎ করেই গ্লুকোজের পরিমাণ কমে যায়।

দাবার ঘুঁটির দাম ১১ কোটি টাকা

আগামী জুলাইয়ে নিলামে তোলা হচ্ছে একটি দাবার ঘুঁটি। নিলামে এ ঘুঁটির দাম প্রায় ১ মিলিয়ন পাউন্ড পর্যন্ত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যা বাংলাদেশি টাকায় প্রায় ১১ কোটি টাকা। বিশেষজ্ঞদের মতে, ত্রয়োদশ শতাব্দীর প্রথমার্ধে যোদ্ধাদের অনুকরণে সিন্ধু ঘটকের দাঁত দিয়ে ঘুঁটিটি নরওয়েতে তৈরি করা হয়েছিল।

বাংলা ইনসাইডার/এএইচসি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭