ইনসাইড গ্রাউন্ড

বিশ্বকাপেও সবার শীর্ষে সাকিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/06/2019


Thumbnail

বিশ্বকাপে দারুণ ছন্দে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এক ম্যাচ কম খেলেও এখন পর্যন্ত এই বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। এছাড়াও আইসিসির ফ্যান্টাসি টপ পারফর্মারের লিস্টের শীর্ষস্থানের নামটাও বাংলাদেশের সাকিবের।

৪ ম্যাচের একটিতে খেলার সুযোগ হয়নি বৃষ্টির কারণে। বাকি তিন ম্যাচে দুই ফিফটি এক সেঞ্চুরিতে মোট রান ২৬০। দ্বিতীয় স্থানে থাকা ডেভিড ওয়ার্নারের সংগ্রহ চার ইনিংসে ২৫৫ রান। ফ্যান্টাসি টপ পারফর্মারের লিস্টের শীর্ষস্থানটাও এই দুজনের দখলে। ১৯৮.৫ পয়েন্ট নিয়ে প্রথমে সাকিব এবং ১৫৬.৫ পয়েন্ট নিয়ে দুইয়ে ওয়ার্নার। এই লিস্টের বাকি নামগুলো যথাক্রমে ফিঞ্চ, স্টোক, জেসন রয়।

সাকিব আল হাসান কখনো ক্ষান্ত হন না নিজের সর্বোচ্চটা দিতে। ব্যাটে ছন্দে না থাকা সাকিবই কিনা চার ম্যাচ শেষে সর্বোচ্চ রান সংগ্রাহক! বিশ্বসেরা অলরাউন্ডার বল হাতে ছন্দে ফিরলে তখন যে কতটা ভয়ানক টা নিশ্চয়ই বাকি দলগুলোর বোধগম্য।

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭