ইনসাইড গ্রাউন্ড

কোহলির সামনে নতুন মাইলফলক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/06/2019


Thumbnail

কোহলি মানেই যেন মাইলফলক গড়া-ভাঙ্গা। কিউইদের বিপক্ষে খানিক বাদেই খেলতে নামবে এই ভারতীয় মারকুটে ব্যাটসম্যান। আজকেও তার সামনে সুযোগ রয়েছে দুটি মাইলফলক স্পর্শের।

আজ নতুন মাইলফলকের সামনে কোহলি। আর ৫৭ রান করলে ওয়ানডেতে ১১ হাজার রান হয়ে যাবে এই মারকুটে ব্যাটসম্যানের। কোহলি সবচেয়ে দ্রুততম সময়ে এই মাইলফলক ছুঁতে চলেছেন।

এর আগে তার পূর্বসূরি শচীন টেন্ডুলকার ১১ হাজার রান করেছিলেন ২৭৬ ইনিংসে। কোহলি এখনও পর্যন্ত খেলেছেন ২২২টি ইনিংস। গত ম্যাচে ৮২ রান করা কোহলি দারুণ ছন্দে আছেন।

আজকের ম্যাচে আরও একটি মাইলফলকের সামনে কোহলি। নিউজিল্যান্ডের বিপক্ষে আজ শতক করতে পারলে তিনি শেবাগ ও পন্টিংকে ছুঁয়ে ফেলবেন। এ দুই ব্যাটসম্যান নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ৬টি শতক করেছেন। কোহলি করেছেন ৫টি।

এই বিশ্বকাপে কোহলির সামনে আরও একটি রেকর্ড হাতছানি দিচ্ছে। স্বদেশী সৌরভ গাঙ্গুলির ওয়ানডে রেকর্ড ১১ হাজার ৩৬৩ রান পেছনে ফেলার সুযোগ রয়েছে কোহলির সামনে।

বাংলা ইনসাইডার/এসএম

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭