ইনসাইড বাংলাদেশ

মুহিতও থাকবেন বাজেট অধিবেশনে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/06/2019


Thumbnail

বাজেট পেশের সময় আজ সংসদে উপস্থিত থাকবেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। টানা ১০টি বাজেট পেশ করে অনন্য রেকর্ড সৃষ্টি মুহিত সংসদ গ্যালারিতে বসে বাজেট উপস্থাপন শুনবেন।

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় পার্টি ও আওয়ামী লীগ সরকারের আমলে অর্থমন্ত্রী হিসেবে ১২টি বাজেট উপস্থাপন করেছেন। এর মধ্যে জাতীয় পার্টির এরশাদ সরকারের আমলে দুইটি এবং আওয়ামী লীগের সরকারের আমলে টানা ১০টি বাজেট উপস্থাপন করেন তিনি। বাজেট উপস্থাপনের সংখ্যার বিচারে যৌথভাবে শীর্ষে রয়েছেন তিনি। প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ও মুহিত, দুজনই ১২টি বাজেট উপস্থাপন করেছেন।

মুহিত প্রথম বাজেট উপস্থাপন করেন ১৯৮২ সালের ৩০ জুন। ওই বাজেটের আকার ছিল ৪ হাজার ৭৩৮ কোটি টাকা। সর্বশেষ ২০১৮ সালের ৭ জুন কার ১২তম এবং দেশের ৪৮তম বাজেট উপস্থাপন করেন। যার আকার ছিল ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭