ইনসাইড বাংলাদেশ

নার্ভাস ও নিষ্প্রভ অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/06/2019


Thumbnail

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ নিজের প্রথম বাজেট পেশ করছেন। তাকে বেশ নার্ভাস এবং নিষ্প্রভ মনে হচ্ছে।

আওয়ামী লীগ আমলে গত ১০ বছর, বিএনপির আমলে পাঁচ বছর, তার আগে আওয়ামী লীগের আমলে শাহ এ এম এস কিবরিয়ার পাঁচ বছর এবং সাইফুর রহমানে আরও পাঁচ বছর অর্থাৎ ১৯৯১ সাল থেকে যে বাজেট দেওয়া হচ্ছিলো তাতে কাউকেই এতটা নার্ভাস দেখা যায় নি, যতটা আজ আ হ ম মুস্তফা কামালের মধ্যে দেখা যাচ্ছে। তিনি প্রফেশনাল চার্টার আকাউন্টেন্ট এবং বাজেটের সঙ্গে যারা সম্পৃক্ত। তাই বাজেটে তাকে অনেক চনমনে আশা করেছিলেন সবাই। এর বদলে তাকে খুব ম্লান দেখা যাচ্ছে। অবশ্য এর একটা কারণ হতে পারে যে, তিনি জ্বরে আক্রান্ত হয়ে শারীরিকভাবে অসুস্থ আছেন। কিন্তু অসুস্থ হলেও প্রথম বাজেট বক্তৃতায় তাকে যেভাবে দেখতে চেয়েছিল সাধারণ মানুষ সেরকমটা তিনি ছিলেন না। তার চোখে-মুখে অসুস্থতার সঙ্গে যে নার্ভাসনেস ফুটে উঠছে এটা কারোরই কাম্য ছিল না।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭