ইনসাইড ইকোনমি

বাজেটে তথ্যপ্রযুক্তি বিভাগে বরাদ্দ ১ হাজার ৯৩০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/06/2019


Thumbnail

পেশ হচ্ছে বহু আকাঙ্ক্ষিত বাজেট ২০১৯-২০২০। বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আগামী অর্থবছরে এই বাজেট বরাদ্দ ঘোষণা করছেন। দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে ২০১৯-২০ অর্থবছরে আজেট বরাদ্দ দেওয়া হয়েছে এক হাজার ৯৩০ কোটি টাকা। গত ২০১৮-১৯ অর্থবছর থেকে ১৯৩ কোটি টাকা বেড়েছে।

গত অর্থবছরে তথ্যপ্রযুক্তি বিভাগকে এককভাবে বরাদ্দ দেওয়া হয়েছিল দুই হাজার ৬৮১ কোটি টাকা। যা পরে সংশোধিত বাজেটের পরিমাণ দাঁড়িয়েছিল এক হাজার ৭৩৭ কোটি টাকা।  

বাংলা ইনসাইডার/এসএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭