ইনসাইড গ্রাউন্ড

ট্রেন্টব্রিজে খেলছে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/06/2019


Thumbnail

২ টা ৫০ মিনিটে যেখানে বৃষ্টির সম্ভাবনা ৮০ শতাংশ থেকে ৪০ শতাংশে নামলো, ক্রিকেটভক্তরা যেখানে বুক বাঁধলো পুরো পঞ্চাশ ওভারের খেলা দেখার জন্য, সেখানে সেই বৃষ্টি শুরু হল একেবারে হুট করে!

একবার সরানো হল কভার,আউটফিল্ড ভিজে থাকার কারণে ম্যাচ রেফারি সিদ্ধান্ত নিলেন একটু দেরি করার। তখনই শুরু গুঁড়ি-গুঁড়ি বৃষ্টি। আবারো পিচ ঢাকতে গ্রাউন্ডসম্যানদের দৌড়ঝাঁপ। আবারো পিচ ঢেকে ফেলা হল কভারে। ইংল্যান্ডের আবহাওয়ার আদর্শ আচরণ।   

১৯৭১ সালে মেলবোর্নে ইংল্যান্ড ও অসিদের মধ্যে নির্ধারিত টেস্ট ক্রিকেট টানা চার দিনের বৃষ্টিতে পণ্ড হয়ে গিয়েছিল। উত্তেজিত দর্শকদের চাপে পড়ে তখন দুই দলের মধ্যে ৪০ ওভারের ক্রিকেট ম্যাচ খেলার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই থেক শুরু হয় এক দিনের সীমিত ওভার ক্রিকেট, যা পরে ওডিআই বা এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট হিসেবে আইসিসি প্রচলন করে।

প্রাণের উদ্ভব হয়েছিল জলে, এক দিনের সীমিত ওভারের ক্রিকেটের জন্মের পেছনেও তেমনি ছিল বৃষ্টির ভূমিকা। একটানা চার দিনের বৃষ্টির কারণে টেস্ট ম্যাচটি ভেসে না গেলে সীমিত ওভারের ক্রিকেটের ধারণাটি আমাদের মাথাতেই আসত না। বৃষ্টির সাথে যার জন্মের সম্পর্ক, সেই ক্রিকেট কিভাবে থাকবে বৃষ্টি ছাড়া?

এখন আবার থেমেছে বৃষ্টি। চলছে কভার সরানো আর আউটফিল্ড শুকানোর কাজ। বৃষ্টিময় বিশ্বকাপে আজ আদৌ ভারত-নিউজিল্যান্ড খেলতে পারবে নাকি আরো একটা দিন বৃষ্টিই খেলবে সেটার জন্য অপেক্ষা করতে হবে আরো কিছুক্ষণ। 

বাংলা ইনসাইডার/এসএম

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭