ইনসাইড ইকোনমি

পোশাক খাতের প্রণোদনায় ২৮২৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/06/2019


Thumbnail

২০১৯-২০ সালের বাজেটে তৈরি পোশাক খাতের রপ্তানিতে প্রণোদনা দিতে দুই হাজার ৮২৫ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল।

তিনি বলেন, এখন তৈরি পোশাকের চারটি খাত ৪ শতাংশ রপ্তানি প্রণোদনা পাচ্ছে। আমি আগামী অর্থবছর থেকে তৈরি পোশাকের বাকি সব খাতের জন্য এক শতাংশ রপ্তানি প্রণোদনা প্রস্তাব করছি। এজন্য ২০১৯-২০ অর্থবছরের বাজেটে আরও দুই হাজার ৮২৫ কোটি টাকার বরাদ্দ রাখার প্রস্তাব করছি।

বাঞলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭