ইনসাইড বাংলাদেশ

দেখে নিন, কোন খাতে কি বাজেট দেওয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/06/2019


Thumbnail

বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে ব্যয় হবে ২ লাখ ২ হাজার ৭২১ কোটি টাকা। এই অর্থবছরে এডিপিতে সর্বোচ্চ ৫২ হাজার ৮০৬ কোটি টাকা বরাদ্দ আছে পরিবহন খাতে।

- দ্বিতীয় অগ্রাধিকার পাওয়া বিদ্যুৎ খাতে বরাদ্দ ২৬ হাজার ১৭ কোটি টাকা।
- অগগ্রাধিকারে তৃতীয় অবস্থানে থাকা ভৌত পরিকল্পনা, পানি সরবরাহ ও গৃহায়ণ     খাতে বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ২৪ হাজার ৩২৪ কোটি টাকা।
- শিক্ষা ও ধর্ম খাতে প্রায় ২১ হাজার ৩৭৯ কোটি টাকা।
- বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ১৭ হাজার ৫৪১ কোটি টাকা।
- পল্লী উন্নয়ন ও পল্লী প্রতিষ্ঠান খাতে ১৫ হাজার ১৫৭ কোটি টাকা।
- স্বাস্থ্য, জনসংখ্যা ও পরিবার কল্যাণ খাতে ১৩ হাজার ৫৫ কোটি।
- কৃষি খাতে ৭ হাজার ৬১৬ কোটি।
- পানি সম্পদে ৫ হাজার ৬৫৩ কোটি।
- জনপ্রশাসন খাতে ৫ হাজার ২৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে আগামী অর্থবছরের এডিপিতে সর্বোচ্চ ২৯ হাজার ৭৭৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে স্থানীয় সরকার বিভাগে।

- বিদ্যুৎ বিভাগে বরাদ্দ দেওয়া হয়েছে ২৬ হাজার ১৪ কোটি টাকা।
- তৃতীয় অবস্থানে থাকা সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ পেয়েছে ২৫ হাজার      ১৬৩ কোটি টাকা।
- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ১৫ হাজার ৯০৮ কোটি টাকা।
- রেলপথ মন্ত্রণালয় ১২ হাজার ৫৯৯ কোটি টাকা।
- স্বাস্থ্য সেবা বিভাগ ৯ হাজার ৯৩৬ কোটি টাকা।

চলতি অর্থবছরের ১০ মাসে (জুলাই-এপ্রিল) এডিপি বাস্তবায়ন হয়েছে ৫৪.৯৪ শতাংশ। এ সময়ে ব্যয় হয়েছে ৯৭ হাজার ৩০ কোটি টাকা। গত বছরের একই সময়ে এডিপি বাস্তবায়ন হয়েছে ৫২.৪২ শতাংশ, ওই সময়ে ব্যয় হয়েছিল ৮২ হাজার ৬০৩ কোটি টাকা।

বিস্তারিত আসছে…



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭