ইনসাইড বাংলাদেশ

ঘটক-জ্যোতিষদের জন্য বাজেটে দু:সংবাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/06/2019


Thumbnail

টেলিভিশন ও অনলাইন মাধ্যমে ঘটকালি ও জ্যোতিষী সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক) আরোপের প্রস্তাব করা হয়েছে ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেটে।

মঙ্গলবার জাতীয় সংসদে উত্থাপিত ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ প্রস্তাব পেশ করেন। পরে অবশ্য অর্থমন্ত্রী অসুস্থ হয়ে পড়ায় তার পক্ষে বাজেট বক্তব্য পড়ে শোনান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দীর্ঘদিন যাবৎ মূল্য সংযোজন কর অব্যহতি ভোগ করছে এমন পণ্য, যেমন: প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের তৈরি তৈজসপত্র, সয়াবিন তেল, পাম অয়েল, সানফ্লাওয়ার অয়েল, সরিষার তেল ইত্যাদি পণ্যের ওপর ভ্যাট আরোপের কথা উল্লেখ করা হয় এই প্রস্তাবে।

বাজেট ব্ক্তৃতায় টিভি ও অনলাইনের মাধ্যমে অনুষ্ঠান সরবরাহকারী জ্যোতিষী ও ঘটকালি সেবার ওপর স্থানীয় পর্যায়ে এবং টেলিকম খাতে আমদানি পর্যায়ে মূল্য সংযোজন কর (মুসক) আরোপের প্রস্তাব করা হয়েছে।

এ প্রস্তাব পাস হলে সঙ্গত কারণেই উল্লেখিত পণ্যগুলোর দাম বাড়ার পাশাপাশি ঘটকালী ও জ্যোতিষী সেবার খরচও বাড়বে।


বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭