ইনসাইড বাংলাদেশ

প্রথমবারের মতো শিশু বাজেট ঘোষিত হলো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/06/2019


Thumbnail

বাংলাদেশের শিশুর সংখ্যা প্রায় ৬ কোটি ৬০ লক্ষ। এ শিশুদের উন্নয়ন সুযোগ সুবিধা আবার নির্ভর করছে শিশুবান্ধব বাজেটের উপর।

শিশু বাজেটের ধারণা প্রাথমিকভাবে শুরু হয়েছিল জাতীয় অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নকে শিশুবান্ধব করার উদ্যোগ থাকে। জাতীয় বাজেটের অংশ হিসাবে শিশু বাজেট প্রতিবেদন তৈরী করা হলে শিশুদের অধিকার ও প্রয়োজনীয়তার বিষয়টি সর্বমহলে যথাযথ গুরুত্ব পাবে। সে পরিপ্রেক্ষিতে, ‘বিকশিত শিশু: সমৃদ্ধ বাংলাদেশ’ শীর্ষক শিশু বাজেট প্রতিবেদন প্রকাশ হয়েছে।

পূর্বেই ১৯৭৪ সালে শিশু আইন প্রণয়ন করেছে। জাতিসংঘে শিশু অধিকার কনভেনশনে লক্ষ্যসমূহ বাস্তবায়নের উদ্দেশ্যে সরকার শিশু আইন, ২০১৩ প্রণয়ন করেছে। এছাড়া, সরকার ২০১১ সালে জাতীয় শিশু নীতি গ্রহণ করেছে। পাশাপাশি , শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশে সমন্বিত নীতি, ২০১৩, জাতীয় সামাজিক সুরক্ষা কৌশলগত ২০১৫ লক্ষ্যমাত্রায়ও শিশু উন্নয়নের নানা বিষয়ে দিক নির্দেশনা রয়েছে।

বিবিএস- এর সাময়িক হিসাবে চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হার দাড়িয়েছে ৮.১৩ শতাংশ, যা সারাবিশ্বে অন্যতম সর্বোচ্চ প্রবৃদ্ধি হিসেবে চিহ্নিত হয়েছে।

মন্ত্রণালয়ের মোট বাজেটে শিশু- কেন্দ্রীক বাজেটের হার:



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭