ইনসাইড ইকোনমি

বিদ্যুৎখাতে লোকসান সবচেয়ে বেশি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/06/2019


Thumbnail

এবারের বাজেটে লোকসানি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে। মোট ৪৯ টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের মোট আয় ব্যায়ের হিসাব এবারের অর্থবছরের বাজেটে পেশ করা হয়েছে তাতে দেখা গেছে যে লোকসানি প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে।

গত অর্থবছরে লোকসানি প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২৬টি। এবার তা অর্ধেকে হ্রাস পেয়ে ১৩টি প্রতিষ্ঠানে নেমেছে। অর্থবছরের বাজেট পর্যালোচনা করে দেখা যায় যে, ৩৫ টি প্রতিষ্ঠান লাভজনকভাবে পরিচালিত হচ্ছে। একটি প্রতিষ্ঠান ব্রেক ইভেনে এবং ১৩টি প্রতিষ্ঠান লোকসানের সম্মুখীন হয়েছে। ১৩টি প্রতিষ্ঠানের মোট লোকসানের পরিমাণ ১১ হাজার ৩শ ৯৫ কোটি টাকা। তারমধ্যে শুধুমাত্র বিদ্যুৎ খাতেই লোকসান হলো ৯ হাজার ৩শ দশ কোটি টাকা। যা ১৩টি প্রতিষ্ঠানের মোট লোকসানের ৮১ দশমিক ৭০ ভাগ।

বাংলা ইনসাইডার



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭