ইনসাইড গ্রাউন্ড

ফুটবলের উন্নয়নে ‘বিশেষ বরাদ্দ’ 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/06/2019


Thumbnail

পর্যাপ্ত অর্থ এবং নজরদারির অভাবেই পিছিয়ে যাচ্ছে দেশের ফুটবল। এক সময় যখন ক্লাব ফুটবল নিয়েই মেতে উঠতো পুরো দেশ,সেখানে মানুষ এখন জাতীয় দলের খেলার খবরই রাখে কালেভদ্রে। তবে দেশের ফুটবলের উন্নয়নে ফুটবলের জন্য ‘বিশেষ’ বরাদ্দ করা হয়েছে এই বাজেটে।  

বৃহস্পতিবার (১৩ জুন) বাজেট ঘোষণার সময় অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেন, `আমাদের সরকার জাতীয়ভাবে দেশের ক্রীড়া ও সংস্কৃতির অবকাঠামো উন্নয়নে জেলা-উপজেলা পর্যায়ের বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় বরাবরই গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বিভিন্ন খেলার মেধাবী খেলোয়াড় খুঁজে বের করা হচ্ছে এবং তাদের দীর্ঘমেয়াদী অনুশীলনের ব্যবস্থা করা হচ্ছে।`

তিনি আরও বলেন ‘২০১৯-২০ অর্থ বছরের বাজেটে দেশের ফুটবলের উন্নয়নের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বিশেষ অনুদান হিসেবে ২০ কোটি টাকা বরাদ্দের জন্য আমি প্রস্তাব করছি।`

বাজেট ঘোষণার আগে বাফুফে সরকারের কাছে চেয়েছিলো ৩০ কোটি টাকা। এরপরও ২০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব শুনে সন্তুষ্ট বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন,‘আমার ব্যক্তিগত মত হলো, সরকার থেকে এই টাকা বরাদ্দ পেলে জেলার ফুটবলের উন্নয়নের পেছনে ব্যয় করব। এছাড়া পেশাদার ক্লাবগুলোর বাইরে যারা আছে, সেই ক্লাবগুলোর জন্য বরাদ্দ রাখব।’

উল্লেখ্য, আ হ ম মোস্তফা কামাল এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাংলা ইনসাইডার/এসএম

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭