টেক ইনসাইড

দেশে এসেছে অপো রেনোর দুই ফোন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/06/2019


Thumbnail

দেশের বাজারে অন্যতম জনপ্রিয় স্মার্টফোন ব্রান্ড অপো এবার রেনো সিরিজের দুটি ফোন আনছে আমাদের জন্য। ফোন দুইটি হলো অপো রেনো ও অপো রেনো ১০ এক্স জুম।

এরই মধ্যে ফোন দুটির প্রি-অর্ডার শুরু হয়েছে। প্রি-অর্ডার করলে ফোন দুটির সঙ্গে ব্যাকপ্যাক ও ব্লুটুথ হেডফোন ফ্রি দিচ্ছে অপো।

অপো রেনো ফোনটিতে আছে ৬ দশমিক ৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও ৯৩ দশমিক ১ শতাংশ। প্রসেসর হিসেবে আছে স্ন্যাপড্রাগন ৭১০। পেছনে আছে ৪৮ ও ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। সামনে আছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা। ব্যাকআপ দিতে আছে ৩৭৬৫ এমএএইচ ব্যাটারি। যা সাপোর্ট করবে ভোক ৩.০ ফাস্ট চার্জিং।

অপো রেনো ১০ এক্স জুম ফোনটিতে আছে ৬ দশমিক ৬ ইঞ্চির প্যানোরামিক অ্যামোলেড ডিসপ্লে। প্রসেসর হিসেবে আছে স্ন্যাপড্রাগন ৮৫৫। পেছনে আছে ৪৮, ১৩ ও ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটির ক্যামেরা অ্যাপ চালুর পর দুই আঙ্গুলের সাহায্যে স্বাভাবিকের চেয়ে ১০ গুণ পর্যন্ত জুম করে ছবি তোলা যাবে।

ফোনটির সামনে আছে ১৬ মেগাপিক্সেলের পপআপ ক্যামেরা। ব্যাকআপ দিতে আছে ৪০৬৫ এমএএইচ ব্যাটারি। যা সাপোর্ট করবে ৫০ ওয়াটের ভোক ৩.০ ফাস্ট চার্জিং প্রযুক্তি।

অপো রেনো পাওয়া যাবে জেট ব্ল্যাক ও ওশ্যান গ্রিন রঙে। অপো রেনো ১০এক্স জুম পাওয়া যাবে জেট ব্ল্যাক রঙে।

অপোর রেনোর দাম ধরা হয়েছে ৪৯ হাজার ৯৯০ টাকা। আর রেনো ১০এক্স জুমের দাম ধরা হয়েছে ৭৯ হাজার ৯৯০ টাকা।

বাংলা ইনসাইডার/এসএইচ

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭