ইনসাইড সাইন্স

বাবা দিবসের গুগল ডুডল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/06/2019


Thumbnail

বাবাকে ভালোবাসার ভাষা আমাদের কাছে একটু কমই আছে। কিন্তু ভালোবাসার কোনো কমতি আমাদের নেই। বাবাকে যে ভালোবাসি সেটার বেশি বেশি প্রকাশ করতেই আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে বাবা দিবস। সেই দিনটির প্রতি সম্মান জানাতে ভোলেনি গুগল। অন্য সব বিশেষ দিবসের মতো আজও জনপ্রিয় এই সার্চ ইঞ্জিনটি সুন্দর একটি ডুডল বানিয়েছে।

এবার মা দিবসে গুগল ডুডলের উপজীব্য ছিল মা হাঁস আর কয়েকটি হাঁসের ছানা। বাবা দিবসের গুগলের ডুডলটিতেও দেখা বাবা হাঁস আর কয়টি হাঁসের ছানাকে দেখা যাচ্ছে। এই ছানাগুলো বাবার সঙ্গে খুব দুষ্টুমি আর মজা করছে। ছোট ছানাগুলোর একটি বাবার মাথার ওপর ও আরেকটি পিঠ আর লেজের ওপর দাঁড়িয়ে খেলা করছে। পানিতে থাকা ছানাগুলোও লাফিয়ে লাফিয়ে মজা করছে। আবার দেখা যাচ্ছে একবার বাবার সামনে, আরেকবার বাবার পিছনে গিয়ে পানিতে ডুবে বাবার সঙ্গে লুকোচুরি করছে।

বাবাও থেমে নেই। সে পানিতে বুদবুদ বানিয়ে ছানাগুলোতে সেই বুদবুদের মধ্যে করে ভাসিয়ে দিচ্ছে। বুদবুদ ফেটে তারা আবার পানিতে পড়ছে।

শনিবার দিবাগত রাত ১২টার পর থেকেই গুগল এই ডুডলটি চালু করেছে। প্রতি বাবা দিবসেই এমন রংবেরঙের ডুডল প্রকাশ করছে গুগল।

 

বাংলা ইনসাইডার/এসএইচ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭