ওয়ার্ল্ড ইনসাইড

দেশে দেশে ‘বাবা’ ডাক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/06/2019


Thumbnail

বাবা মানে আপনত্ব। বাবা মানে নির্ভরতা। নিদাঘ সূর্যের তলে বটবৃক্ষের অমল শীতল ছায়া তিনি। নির্ভরতার এই নিখাদ আশ্রয়স্থলটিকে নানাভাবে সম্বোধন করে বিভিন্ন দেশের মানুষ। জার্মান ভাষায় বাবা শব্দটি হচ্ছে ‘ফ্যাট্যা’ আর ড্যানিশ ভাষায় ‘ফার’। আফ্রিকান ভাষায় বাবাকে বলা হয় ‘ভাদের’। পুর্ব আফ্রিকায় অবশ্য পিতাকে ‘বাবা’ ডাকা হয়। হাঙ্গেরিয়ান ভাষায় পাপা ছাড়াও বাবাকে আপা, আপু, এদেসাপা বলে সম্বোধন করা হয়।

মান্ডারিন ভাষায় চীনারা ‘বাবা’কে বলে শুধু ‘বা’। আমাদের দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমারাও বাবাকে বলে ‘বা’। কানাডিয়ান ভাষায় বাবা হচ্ছেন ‘পাপা’। আর ক্রোয়েশিয়ানে ‘ওটেক’। ব্রাজিলিয়ান পর্তুগিজ ভাষায় বাবা হচ্ছেন ‘পাই’।

ডাচ ভাষায় তিনভাবে ডাকা হয় বাবাকে- পাপা, ভাডের আর পাপাই। ইংরেজরা বাবাকে বলে ফাদার, ড্যাড, ড্যাডি, পপ, পপা বা পাপা। ইংরেজদের থেকে সারাবিশ্বেই এখন এই ডাকগুলো ছড়িয়ে পড়েছে।

ফিলিপিনো ভাষা পিতা হচ্ছেন তাতেই, ইতেই, তেয় আর আমা। ইসরায়েলিরা হিব্রু ভাষায় বাবাকে বলে ‘আব্বাহ্‌’। হিন্দিতে পিতাজী। ইন্দোনেশিয়ান ভাষায় বাপা কিংবা আইয়্যাহ। জাপানিরা তাদের ভাষায় বাবাকে বলে ওতোসান কিংবা পাপা।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭