ওয়ার্ল্ড ইনসাইড

‘শক্তিশালী’ হতে হলে রাহুলকে বিয়ে করতে হবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/06/2019


Thumbnail

নরেন্দ্র মোদি সরকারের মন্ত্রী রামদাস আটাওয়ালে শনিবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে বিয়ের পরামর্শ দেন। ৪৮ বছর বয়স্ক রাহুল বিয়ে করলেই ‘শক্তিশালী’ হবে বলে তিনি মনে করেন।

রামদাস বলেন,‘রাহুল গান্ধীর বিয়ে করা উচিত। বিয়ের পর তিনি আরও শক্তিশালী হবেন। রাহুল গান্ধী আমার বন্ধু। নির্বাচনের সময়ে সে কঠোর পরিশ্রম করেছে। এ সময় তার একজন নারীর যত্ন দরকার ছিল।’

২০১৪ সালের মতো এ বছরও ভারতে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনেও ভরাডুবি হয়েছে কংগ্রেসের। টানা দ্বিতীয়বারের মতো সরকার গঠন করেছে বিজেপি। নিজের আসন আমেথিতেও হেরে গেছেন রাহুল। অবশ্য দক্ষিণের রাজ্য কেরালার ওয়ানাড়ে তিনি জয় পেয়েছেন। এ বছর কংগ্রেস মোট ৫২টি আসনে জয় পেয়েছে। গত নির্বাচনের চেয়ে এবার আটটি আসনে বেশি জয় পেয়েছে উপমহাদেশের সবচেয়ে প্রাচীন এ রাজনৈতিক দলটি।

২০১৭ সালে কংগ্রেস সভাপতির দায়িত্ব নেন রাহুল।

নির্বাচনে ভরাডুবির পর গত ২৫ মে দলের ওয়ার্কিং কমিটিতে পদত্যাগ করার প্রস্তাব দেন তিনি। তবে সে প্রস্তাব প্রত্যাখান করেছে কমিটি।


বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭