ইনসাইড গ্রাউন্ড

ইকুয়েডরকে উড়িয়ে দুরন্ত সূচনা উরুগুয়ের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/06/2019


Thumbnail

কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে আক্রমণাত্মক ফুটবলের সামনে দাঁড়াতেই পারলো না ইকুয়েডর। জয় ছিনিয়ে নিয়েছে উরুগুয়ে। এই সাফল্যের ভাগীদার লুইস সুয়ারেস ও এদিনসন কাভানিদের নৈপুণ্যতা। ঠিক যেন ইকুয়েডরকে উড়িয়ে দিয়ে নিজেদের জানান দিলো সফলতম দল উরুগুয়ে।
বেলো হরিজন্তে বাংলাদেশ সময় ভোর চারটায় ‘সি’ গ্রুপের ম্যাচে ৪-০ গোলে জয় তুলে নেয় উরুগুয়ে। নিকোলাস লোদেইরোর গোলে দলটি এগিয়ে যাওয়ার পর বিরতির আগে আরও দুই গোল করেন কাভানি ও সুয়ারেস, অপর গোলটি আত্মঘাতী।

নিকোলাস লোদেইরোর হাত ধরে ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় উরুগুয়ে। সুয়ারেসের বাড়ানো ক্রসে বল গোল করেন এই মিডফিল্ডার। ২৪তম মিনিটে ইকুয়েডরের শিবিরে নেমে আসে লাল দৃশ্য। লোদেইরোকে বাজেভাবে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ইকুয়েডরের মিডফিল্ডার কিনতেরো।

এর আট মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন পিএসজি ফরোয়ার্ড কাভানি। আর বিরতির খানিক আগে আলগা বল ছোট ডি-বক্সে পেয়ে জালে ঠেলে স্কোরলাইন ৩-০ করেন বার্সেলোনা ফরোয়ার্ড সুয়ারেস।

একজঙ্কে হারিয়ে ১০ জন নিয়ে দ্বিতীয়ার্ধে উরুগুয়ের বিপক্ষে দাঁড়তেই পারেনি ইকুয়েডর। উল্টো ৭৮তম নিজেদের জালে নিজেরাই বল ঠেলে দেন। ডিফেন্ডার আর্তুরো মিনা মাধ্যমে আত্মঘাতী গোল হয়। বড় জয়ে টুর্নামেন্ট শুরু করার আনন্দে মাঠ ছাড়ে প্রতিযোগিতার সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়নরা।
অন্যদিকে ‘বি’ গ্রুপে রিও দে জেনেইরোয় প্যারাগুয়ে ও কাতারের মধ্যে দিনের প্রথম ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।

বাংলা ইনসাইডার/ এসআরএস



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭