ইনসাইড গ্রাউন্ড

টন্টনের লড়াইটা হবে ঠাণ্ডা মাথায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/06/2019


Thumbnail

একটা জয় বদলে দিতে পারে দলের অবস্থান। একটা জয় হতে পারে অনুপ্রেরণার উৎস। তাইতো ক্যারিবিয়ানদের বিপক্ষে টাইগারদের জন্য জয়টা খুব দরকার। টাইগারদের সেই শক্তি সেই সামর্থ্য আছে। তার প্রমাণ টাইগাররা সাম্প্রতিক সময়ে দিয়েছে। একটু পেছনে ঘুরে তাকালেই কিছুটা সাহসের যোগান পাওয়া যাবে। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের প্রাণ শক্তি বাংলাদেশের টাইগারদের উজ্জীবিত করতে পারেন। শুধুমাত্র কথার কথা নয়। পরিসংখ্যানও তাই বলে, শেষ ৯ ম্যাচের ৭টিতেই জয়ের উল্লাসে মাঠ ছেড়েছে লাল সবুজের দল। তবে, বাস্তব সত্য এই যে ক্রিকেটে সমীকরণ দেখে সিদ্ধান্তে আসাটা খানিকটা অযৌক্তিক। কারণ ক্রিকেটের বাইশ গজের গন্ডিতে যেকোনো সময় ম্যাচের চেহারা বদলে দিতে পারে যে কেউ। সেই বদলানোর ক্ষমতা বাংলাদেশও রাখে। আর সেই বিশ্বাস থেকে এগিয়ে যেতে হবে বাংলাদেশেকে।

শুধু যে পরিসংখ্যান দিয়ের কথার চিড়ে ভিজে না তার অনেক ক্ষেত্রে সত্য। এই ব্যাপারে দলপতি মাশরাফিও জানেন। ক্যারিবীয়দের বিপক্ষে পরিসংখ্যান নয় গেইম প্ল্যানটা আসল। কেননা এই দলে রয়েছে গেইল, লুইস, হোপ, হোল্ডারদের মতো বাঘা প্লেয়ার। তাইতো ২২ গজের পরিকল্পনাটা হতে হবে নিখুঁত। আর তার বাস্তবায়ন ঠান্ডা মাথায় করতে পারলেই সাফল্য আসবেই।

মাথা ঠান্ডা রেখে এগোলে পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব এই বিষয়টি জানেন টাইগার দলপতি। কেননা ক্যারিবীয়দের মেজাজটা অনেকটা খিটখিটে। তাইতো মাথা ঠান্ডা রেখে খেলতে হবে। বিষয়টি জানিয়ে রাখলেন দলপতি, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে গেলে যে কেউ আগে তাদের ব্যাটিং নিয়ে পরিকল্পনা করে। তাদের যে সামর্থ্য আছে, তারা সবসময় টি-টোয়েন্টি মেজাজেই খেলতে চায়। তারা যখন সফল হবে, তখন মাঠে বোলারদের জন্য কাজটা কঠিন হয়ে যাবে। আমাদের নিজেদের পরিকল্পনায় স্থির থাকতে হবে। যাই হোক, মাঠে যে পরিস্তিতি হবে সেখানে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। সবার দিন সমান যাবে না, কারো কারো দিন খারাপ যাবে এটাই স্বাভাবিক।’

পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে নিজের সামর্থ্য দিকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগাররা ব্যাট হাতে ভালো করেছে। তবে এখন আরো ভালো করতে হবে। কেননা তাদের ব্যাটিং লাইন আপ অনেকটা শক্ত। আর তাছাড়া বোলিংয়ের ক্ষেত্রে কি পরিকল্পনা তাও জানিয়েছেন দলপতি, ‘তারা যেহেতু প্রচুর শট খেলবে, আমাদেরও কিছু সুযোগ থাকবে। উইকেট নেয়ার বিকল্প কিছু নেই উইন্ডিজের বিপক্ষে। তাদের মূল বোলিং আক্রমণে যারা আছে তাদের বিপক্ষে আমরা খেলে এসেছি। তাদের বিপক্ষে সাফল্য থাকলেও স্বস্তিতে থাকার সুযোগ নেই। কারণ এটা নতুন একটি ম্যাচ। তারা বোলিং আক্রমণে ভালো করছে। আমাদের ব্যাটসম্যানদের এটা মাথায় রেখেই খেলতে হবে। আমাদের প্রথম চেষ্টা থাকতে হবে আমরা যেন উইকেট নিতে পারি।’

জয় পাওয়াটা খুব সহজ নয়, তবে একেবারেই যে কঠিন তা নয়। বিষয়টি জানেন দলপতি নিজেও। তাইতো সব সময় একই পরিকল্পনা কাজে লাগবে না। পরিস্থিতির সাথে মিল রেখে এগোতে হবে। বিষয়গুলো মাথায় রেখেছেন মাশরাফি, ‘এই ধরণের টুর্নামেন্টে আপনি একেকদিন একেক দলের বিপক্ষে খেলছেন। ফলে, একই রকম মাইনড সেট আপটা থাকে না। তাই এভাবেই চিন্তা করতে হবে। উইন্ডিজ দল যেকোনো ধরণের ক্ষতি করতে পারে। আমাদের সেরাটাই খেলতে হবে। ওদের বিপক্ষে আগের ৯ ম্যাচের ৭টা জিতেছি। এর মানে এই নয় যে আমরা এখানেও সহজেই জিতে যাব।’

পরিকল্পনা যাই হোক না কেন সবশেষে মাঠে ১১ জনই খেলবেন। তাইতো প্রত্যেকের জায়গা থেকে নিজেদের সেরাটা দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারেন দলকে।
টন্টনের সমারসেট কাউন্টি গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।

বাংলা ইনসাইডার/এসআরএস



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭