ইনসাইড বাংলাদেশ

বিড়ির দাম দশ টাকা করার দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/06/2019


Thumbnail

বিড়িতে শুল্ক কমিয়ে ১৪ টাকা থেকে ১০ টাকা করার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশেন। প্রেসক্লাবে বাজেটের প্রক্রিয়া শুনেই তারা এই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে তারা বিগত বছর গুলোতে কী পরিমানে শুল্ক বৃদ্ধি হয়েছে তা সকল বিস্তারিত আলোচনা করে। সংবাদ সম্মেলনে বলেন, ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিড়ির ওপর অযৌক্তিক ও অস্বাভাবিকভাবে কম দামি সিগারেটের চেয়ে ৪ গুন বেশি শুল্ক নির্ধারণ করা হয়েছে। বিড়িতে শুল্ক বৃদ্ধির হার ২৪.২০ শতাংশ করা হয়েছে, যেখানে কম দামি সিগারেটে ৫.৭১ শতাংশ বাড়ানো হয়েছে। বিড়ির সম্পূরক শুল্ক ৫% বৃদ্ধি করা হয়েছে।

সম্মেলনে তারা আরাও বলেন, দামি সিগারেটের উপর চার গুন বেশি  থেকে  এসময় বিড়ির দাম ১৪ থেকে ১০ টাকা করা, সম্পূরক শুল্ক কমিয়ে প্রতি হাজারে ১৪ টাকা করা, কম দামি ও বেশি দামি সিগারেটে সম্পূরক শুল্ক বাড়ানো, বিড়ির ওপর যে  অগ্রিম আয়কর ধরা হয়েছে তা বাতিল করা। বিড়িকে কুটির শিল্প ঘোষণাসহ ৮ দফা দাবি তুলে ধরা হয়।

বাংলা ইনসাইডার

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭