ইনসাইড গ্রাউন্ড

গ্রেটদের টপকালেন সাকিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/06/2019


Thumbnail

থমাসের করা ১৫তম ওভারের শেষ বলে ডাবল নেয়ার মাধ্যমে এক দিনের ক্রিকেটে নিজের ছয় হাজার রান পূর্ণ করেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের ইংল্যান্ড বিশ্বকাপটা কাটছে দারুণভাবে। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ছয় হাজারি ক্লাবে পা রাখলেন সাকিব।  ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যক্তিগত ২৩ রান করে সাকিব টপকে গেলেন চন্দরপল, শেওয়াগ, সাঙ্গাকারাদের মতো কিংবদন্তিদের।

২০২ ওয়ানডে ম্যাচের ১৯০ ইনিংসে সাকিব স্পর্শ করেছেন ৬ হাজার রান। ১৯০ ইনিংস খেলে ৬ হাজার ওয়ানডে রান স্পর্শ করেছেন চন্দরপল, শেওয়াগরা। সাঙ্গাকারা ৬ হাজারি ক্লাবের সদস্য হয়েছেন ১৯২ ইনিংসে। ক্যারিবীয়ানদের বিপক্ষে ১৯০তম ইনিংসে সাকিব ২৩ রান করে টপকে যান তাদের। পেছনে ফেলেছেন ১৯২ ইনিংসে ৬ হাজার রান স্পর্শ করা ভারতের যুবরাজ সিং, শ্রীলঙ্কার উপুল থারাঙ্গা (১৯২ ইনিংস), জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার (১৯৩ ইনিংস), লঙ্কান গ্রেট ডি সিলভা (১৯৪ ইনিংস), জিম্বাবুয়ের গ্রান্ট ফ্লাওয়ারদের (১৯৬ ইনিংস)।

দ্রুততম সময়ে ৬ হাজারি ক্লাবের সদস্যদের তালিকায় শীর্ষে দক্ষিণ আফ্রিকার ওপেনার হাশিম আমলা। সাকিব এই মাইলফলকে ৩৫তম সদস্য। দুইয়ে থাকা বিরাট কোহলি সেটি স্পর্শ করতে খেলেন ১৩৬টি ইনিংস। তিনে থাকা ক্যারিবীয়ান কিংবদন্তি স্যার ভিভিয়ান রিচার্ডসকে খেলতে হয়েছিল ১৪১ ইনিংস। ভারতের সৌরভ গাঙ্গুলী আর দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের লেগেছিল ১৪৭ ইনিংস।

এই কীর্তিতে নাম লেখানো সাকিবের পেছনে থাকলেন অ্যালান বোর্ডার, স্টিভ ওয়াহ, ব্রেন্ডন ম্যাককালাম, ইজাজ আহমেদ, মাহেলা জয়াবর্ধনে, সনাথ জয়সুরিয়া, স্টিফেন ফ্লেমিং, ইউনিস খান, অর্জুনা রানাতুঙ্গা, মোহাম্মদ আজহারউদ্দিন, দিলশানরা।

সাকিবের আগে বাংলাদেশ দলের হয়ে ওয়ানডে ক্রিকেটে ছয় হাজারী ক্লাবের একমাত্র সদস্য ছিলেন তামিম ইকবাল।

 

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭