ওয়ার্ল্ড ইনসাইড

আবারো ভারতীয় বাহিনীর উপর জঙ্গি হামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/06/2019


Thumbnail

চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতীয় সেনাবহরে জঙ্গি হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর আবারও কাশ্মীরের পুলওয়ামায় হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনও পর্যন্ত পাঁচ সেনা আহত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পুলওয়ামার আরিহাল গ্রামের কাছে ভারতের ৪৪ রাষ্ট্রীয় রাইফেলস বাহিনীর ওপরে হামলা চালানো হয়েছে।

এর আগে সোমবার সকালে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে জঙ্গি হামলার হামলার ঘটনা ঘটে। সেখানে সেনাবাহিনীর এক মেজর মারা যায়। এছাড়াও তিন সেনা আহত হয়।

এর আগে বুধবার জঙ্গিরা এক সিআরপিএফ টহল দলের ওপরে গুলি চালালে পাঁচ সেনা নিহত হন।

ফেব্রুয়ারিতে আত্মঘাতী ওই জঙ্গি হামলায় ৪৪ সেনা নিহত হয়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭