ইনসাইড গ্রাউন্ড

৫ নম্বরে ব্যাটিং না করা নিয়ে যা বললেন সাকিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/06/2019


Thumbnail

টন্টনের সমারসেট কাউন্টি গ্রাউন্ড নিজের করে নিয়েছেন। হতাশা থেকে আশা জাগিয়েছেন। তাইতো তিনি বিশ্বসেরা অলরাউন্ডার। লক্ষ্যটা ছিলো ৩২২ রানের, জিততে লক্ষ্যে গড়তে হবে রেকর্ড। বিশ্বকাপের ইতিহাসে বড় টার্গেট তাড়া করে জেতার নজির ছিলো মাত্র একটি। তা ছিল ৮ বছর আগে, ২০১১ সালের বিশ্বকাপে। তাই কাজটাকে কঠিন না করে সহজ করে নিয়েছেন সাকিব। তামিম, মুশফিক ফিরলেও লিটনকে সঙ্গী করে জয়ের দ্বারপ্রান্তে পোঁছে গেছেন। শুধু বিশ্বকাপ কেন, ওয়ানডে ইতিহাসেই এত বেশি রান তাড়া করে আগে জেতেনি বাংলাদেশ।

ব্যাট বল হাতে অলরাউন্ড পারফরম্যান্স তার। ২ উইকেট নিয়ে ব্যাট হাতে খেলেছেন ৯৯ বলে ১২৪ রানের অপরাজিত ইনিংস। ৬৯ বলে ৯৪ রানের অপরাজিত ইনিংস খেলে সঙ্গ দিয়েছেন লিটন দাস। তাইতো অবধারিতভাবেই ম্যাচসেরার পুরষ্কার উঠেছে সাকিবের হাতে। এমন জয়ে সন্তুষ্ট দেশবাসী। তাইতো ম্যাচশেষে নিজের পুরষ্কার গ্রহণে সাকিবের কণ্ঠে ছিল অপরাজিত থেকে মাঠ ছাড়তে পারার সন্তুষ্টি।

এমন জয়ের নিয়ের অনুভূতি খানিক ভিন্ন হয়। শুধু নিজের জন্য না পুরো দেশের জন্য সন্তুষ্টি। তাইতো সাকিব জানান, ‘এটা অসাধারণ অনুভূতি। উইকেটে থেকে ম্যাচ শেষ করে আসাটা অনেক বেশি সন্তুষ্টির। আমি তিন নম্বরে ব্যাটিং করা নিয়ে অনেক কাজ করেছি। ভালো লাগছে যে তা মাঠেও দেখাতে পারছি। আমি জানি যে, তিন নম্বরে ব্যাট করলে আমি আরও অনেক বেশি সুযোগ পাবো, লম্বা সময় ব্যাট করার সময় পাবো।’

ব্যাট বল হাতে বিশ্বকাপের দ্বাদশ আসরের অন্যতম সেরা পারফরমার সাকিব আল হাসান। ৩৮৪ রান ও বল হাতে ৫ উইকেট নিয়ে নিজেকে রেখেছেন অনন্য চূড়ায়। তবু ভালোর শেষ নেই। নিজেকে আরও প্রকাশ করার সময় রয়েছে। আরও উচ্চতায় নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এমন সাফল্য একদিনে আসেনি। নিজেকে প্রস্তুত করতে হয়েছে। তাইতো সাকিব জানান, ‘আগে দেখা যেত, পাঁচ নম্বরে ব্যাট করলে আমাকে ব্যাটিংয়ে নামতে হতো ৩০ বা ৪০ ওভার পরে। যেটা আমার জন্য আদর্শ জায়গা নয়। এছাড়া আমি আমার বোলিং নিয়েও কাজ করছি। এ মুহূর্তে আমি বলবো আমার পারফরম্যান্স ঠিক আছে, তবে আরও ভালো করা সম্ভব।’

জয় শুধু কারও একার বিষয় নয়। সেই জয়ের অংশীদার পুরো দেশ। তাইতো এই ক্ষেত্রে বড় ভূমিকা রাখেন দর্শক, ভক্তগণ। যারা বাংলাদেশ ক্রিকেটের পাশে থেকে সমর্থন দিয়ে গেছেন। বিদেশের মাটিতেও প্রবাসী বাঙালিরা সেই সমর্থন দিয়েছেন টন্টনের মাঠ যেন একখন্ড মিরপুর ছিল। তাদের উদ্দেশ্য করে সাকিব বলেন, ‘পুরো বিশ্বকাপজুড়েই সমর্থকরা দুর্দান্ত। তারা মাঠে এসে আমাদের সমর্থন দিয়ে যাচ্ছে। আশা করি তারা সামনের ম্যাচগুলোতেও মাঠে এসে আমাদের সমর্থন দিয়ে যাবে।’

বাংলা ইনসাইডার/এসআরএস

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭