ইনসাইড বাংলাদেশ

উপজেলা নির্বাচনের পরই ‘বিভীষণদের’ শাস্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/06/2019


Thumbnail

উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপের ভোটগ্রহন চলছে আজ। এই নির্বাচনের পরই ‘ঘরের শত্রু বিভীষণদের’ শাস্তির প্রক্রিয়া শুরু করবে আওয়ামী লীগ। সর্বশেষ জাতীয় নির্বাচনের পর এবারের উপজেলা নির্বাচনেও আওয়ামী লীগের দলীয় কোন্দল সামনে চলে এসেছে। বিভিন্ন উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন না পাওয়ায় বিরোধীদলের প্রার্থীর পক্ষে কাজ করেছেন আওয়ামী লীগের তৃণমূল নেতারা। পছন্দের প্রার্থী দলীয় মনোনয়ন না পাওয়ায় কয়েকজন মন্ত্রী এবং এমপিও নিজেদের পছন্দের লোকজনকে ‘বিদ্রোহী প্রার্থী’ হিসেবে দাঁড় করিয়েছেন। কেন্দ্রীয় নেতাদের অনেকেই বলেছেন যে, নেতাকর্মীদের বিদ্রোহী প্রার্থীকে ভোট দিতে বাধ্য করেছেন মন্ত্রী, এমপি এবং স্থানীয় নেতারা। এসব কারণে বেশকিছু উপজেলাতেই নৌকার প্রার্থীর ভরাডুবি ঘটেছে। দলীয় স্বার্থবিরোধী এমন কর্মকাণ্ডে যারা জড়িত তাদের বিরুদ্ধে তাই নির্বাচনের পরপরই ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। 

গত সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের মধ্যে দলীয় কোন্দলের বিষয়টি প্রকট আকার ধারণ করেছিল। সেসময়ও দলের মধ্যে লুকিয়ে থাকা বিভীষণদের শাস্তির সিদ্ধান্ত নিয়েছিল আওয়ামী লীগ। কিন্তু তা আর বাস্তবায়ন হয়নি। তবে এবার তেমনটা হবে না বলেই জানিয়েছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। 

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭