ইনসাইড গ্রাউন্ড

বাংলাদেশের জয় নিয়ে পাকিস্তানের সেরা পত্রিকা যা বললো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/06/2019


Thumbnail

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটের দুর্দান্ত জয় পায় বাংলাদেশ। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান করেছেন অনবদ্য ১২৪ রান ও লিটন দাসের ৯৪ রানের ঝড়ো ইনিংসে বড় জয় পায় বাংলাদেশ। ৫১ বল হাতে থাকতেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।

টস হেরে ব্যাটিংয়ে গিয়ে পাহাড়সম রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ৩২২ রানের টার্গেট দেয় তারা। কঠিন এই ম্যাচটিকেই সহজ করে নেয় টাইগাররা। তাইতো বিশ্ব মিডিয়ার প্রশংসায় ভাসছে বাংলাদেশ।

পাকিস্তানের ‘ডন’ পত্রিকাও বাংলাদেশ দলের প্রশংসা করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। পত্রিকাটির ই-পেপারে শিরোনাম দেখা যায়, ‘সাকিব-লিটনের সুবাদে বাংলাদেশের দুর্দান্ত জয়’।

পত্রিকাটি প্রতিবেদনে লিখেছে, ‘সাকিব আল হাসানের অসাধারণ সেঞ্চুরিতে ভর করে বিশ্বকাপের ইতিহাসে পাহাড়সম লক্ষ্য তাড়া করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটর দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ।’

এতে বলা হয়, ‘ম্যাচে চতুর্থ উইকেট জুটিতে সাকিব-লিটনের অপরাজিত ১৮৯ রানের পার্টনারশিপ বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ, যা বিশাল লক্ষ্যকে টপকাতে সহায়তা করে।”

প্রতিবেদনে আরও বলা হয়, ‘সাকিব-লিটনের ছন্দময়ী এই জুটি দেখিয়ে দিল রান তাড়ায় বড় লক্ষ্য কোনো ব্যাপারই নয়।’


বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭