ইনসাইড গ্রাউন্ড

টস জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড, বল হাতে আফগান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/06/2019


Thumbnail

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। বল হাতে মাঠে নামবে আফগানিস্তান।

উভয় দলই নিজেদের পঞ্চম ম্যাচে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় মুখোমুখি হবে।

বিশ্বকাপে ৪ ম্যাচ খেলে পয়েন্ট তালিকার তলানিতে আছে আফগানিস্তান। নিজেদের  পঞ্চম ম্যাচে প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড। ব্যাটিংটা একদম ভালো হচ্ছে আফগানিস্তানের। নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৯ রানের ওপেনিং জুটির পর ধস নামে তাদের ব্যাটিংয়ে। এরপর মাত্র ১২৫ রানে অলআউট হয়ে যায় গুলবাদিন নায়েবের দল। আগের ম্যাচগুলোতেও একই চিত্র। কার্ডিফে শ্রীলঙ্কার বিপক্ষে ১৫২ রানে গুটিয়ে যায় আফগানরা। টন্টনে নিউজিল্যান্ডের আফগানিস্তান অলআউট হয় ১৭২ রানে।

অন্যদিকে স্বাগতিকরা নিজেদের পঞ্চম ম্যাচে আফগানদের বিন্দু পরিমাণ ছাড় দিবে না। বিশ্বকাপের দ্বাদশ আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচ হেরেছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুটা ভালো করলেও পাকিস্তানের কাছে হেরে কিছুটা পিছিয়ে পড়েছিল ইংলিশরা। তবে বাংলাদেশের বিপক্ষে আবার নিজের শক্তি প্রমাণ করেছে ইংলিশরা। বাংলাদেশকে হারিয়ে ১০৬ রানে হারিয়ে আবার ছন্দে ফিরেছে ইংলিশরা। চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। তাইতো এইবার ঘরের মাঠে বিশ্বকাপে নিজেদের করে নিতে মরিয়া রুট-মরগানরা।   

বাংলা ইনসাইডার/ এসআরএস



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭