ইনসাইড গ্রাউন্ড

সাবেকরা যা বললেন সাকিব-লিটন বন্দনায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/06/2019


Thumbnail

একটা ঐতিহাসিক জয়। একটা না ভুলতে পারার ম্যাচ। সাকিব-লিটনের রূপকথার গল্প বলে টাইগার সমর্থকরা কাটিয়ে দিতে পারবে কয়েক যুগ। শুধু টাইগার সমর্থকরা কেন? থেমে নেই টুইটারও। এই রূপকথার ম্যাচের পরে পুরো টুইটার মজে আছে সাকিব_লিটন বন্দনায়।  

চলুন দেখে নেয়া যাক জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় ব্যক্তিদের কয়েকটি টুইট।

জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে- ‘আমার দেখা বাংলাদেশের অন্যতম শক্তিশালী ব্যাটিং পারফরম্যান্স এটি। অনেক বছর ধরে দেখে ওদের খেলা দেখেই এমনটা বলছি আমি।’

সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী -‘ভালো খেলেছ বাংলাদেশ। দলের এই দৃঢ় চরিত্র দেখে খুব ভালো লাগছে। সাকিব আল হাসান, এভাবেই খেলে যাও।’

বিখ্যাত ভারতীয় সাংবাদিক গৌরব কালরা-‘ইউনিভার্স বসের দায়িত্বটা সাকিবের নিয়ে নেয়া উচিৎ।’  

সাবেক ভারতীয় ওপেনার আকাশ চোপড়া- ‘বাংলাদেশের জন্য ভীষণ আনন্দিত। কী দুর্দান্ত এক ফল!’

সাবেক ভারতীয় পেসার ইরফান পাঠান-‘আগে দক্ষিণ আফ্রিকাকে হারাল, এখন আবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণভাবে রান তাড়া করে জিতল। সাকিব এক কথায় অসাধারণ ছিল।’

সাবেক কিউই ক্রিকেটার ও ধারাভাষ্যকার ড্যানি মরিসন-‘দারুণ একটি রান তাড়ার জন্য বাংলাদেশকে অভিনন্দন। ভালো খেলেছ সাকিব আল হাসান ও লিটন দাস। বিশ্বকাপে টানা দ্বিতীয় সেঞ্চুরি সাকিবের!’

সাবেক ভারতীয় পেসার রুদ্র প্রতাপ সিং-‘আমি তো ভেবেছিলাম লিটন ছয় বলে ছয় ছক্কাই মেরে দেয় কি না! বাংলাদেশের জন্য ঐতিহাসিক এক জয়।’

হরভজন সিং তো বাংলায়ই টুইট করেছেন! সাবেক ভারতীয় অফ স্পিনার বলেছেন, ‘খুব ভালো, সাকিব!’

সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার রাসেল আরনল্ড-‘সাকিব দেখিয়ে দিচ্ছে, সে শুধু বিশ্বসেরা অলরাউন্ডার নয়, একজন বিশ্বমানের ব্যাটসম্যানও বটে। দুর্দান্ত ইনিংস। অভিনন্দন বাংলাদেশকে।’

সাবেক দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার অ্যালবি মরকেল-‘দুর্দান্ত চেজ করেছে বাংলাদেশ। দেখিয়ে দিল, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়টা ফ্লুক ছিল না।’

ধারাভাষ্যকার এবং ইংল্যান্ড নারী ক্রিকেট দলের সদস্য ইশা গুহা-‘লিটন দাস এই টুর্নামেন্টে এর আগে খেলেনি কেন?’  

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭